শেরপুর প্রতিনিধি : শেরপুরের বড় হুজুর নামে খ্যাত ও শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের মজলিসে সূরার সদস্য, জাতীয় ইমাম পরিষদ, শেরপুর জেলা শাখার সভাপতি, শেরপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের খতীব সর্বজন শ্রদ্ধেয় মাওলানা নূরুল ইসলাম (৬৭) হুজুরের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আসর পৌর ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তার লাশ চিরচেনা তারই প্রতিষ্ঠিত তেরাবাজার মাদ্রাসা চত্বরে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার মরহুম আব্দুল জব্বারের ছেলে ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৮ সনের অক্টোবর মাসে তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে প্রয়াত নূরুল ইসলাম শেরপুরে দ্বীনি শিক্ষা বিস্তারের শুভ সূচনা করেন। এরপর তিনি আমৃত্যু এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।শনিবার ভোর রাতে মাদ্রাসার বাসভবনে ইন্তোকাল করেন। তাঁর মৃত্যুতে শেরপুরে শোকের ছায়া নেমে এসেছে।