রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ।। ২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শনিবার বাংলাদেশ সফরে এলেন দেওবন্দের উস্তাদ মুফতি ফখরুল ইসলাম এলাহাবাদী আগামীকাল শরীফগঞ্জে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী বেফাক-হাইআয় ৮২৫ কৃতী শিক্ষার্থীকে পুরস্কৃত করল খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ আলেমদের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমার দাওয়াত পৌঁছে যাচ্ছে বিশ্বময় বরিশালের ঐতিহ্যবাহী বাগধা মাদরাসার ফুযালা সম্মেলন মঙ্গলবার হিফজ সমাপনী পরীক্ষার্থীদের জন্য বেফাকের নির্দেশনা আলেমদের নেতৃত্বেই অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ‘পতিত হাসিনার বিচার না হলে জাতির সঙ্গে অপরাধ করা হবে’ ১০০ দিনে ৮৬,২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার : ক্রীড়া উপদেষ্টা

‘পতিত হাসিনার বিচার না হলে জাতির সঙ্গে অপরাধ করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আইনজীবী পরিষদের উদ্যোগে উপদেষ্টা পরিষদের সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের চলমান পরিস্থিতি ও সংগঠনের দেশময় কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় বলা হয়, পতিত হাসিনা সরকার জাতির সঙ্গে যা করেছে তার বিচার না হলে জাতির সঙ্গে অপরাধ করা হবে।

কিন্তু এই বিষয়ে তেমন কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আপনাদের সরকার গঠন হওয়ার পরও ফ্যাসিস্ট রিজিমের মন্ত্রী, এমপি, দালাল পাবলিক সার্ভেন্ট, এলাকার নেতা, পাতি নেতা, মাস্তানদের অনেকেই দেশ ছেড়ে পালানোর সুযোগ পেয়েছে। অনেকে দেশেই আত্মগোপনে থেকে জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। কেন তাদের পালানোর সুযোগ দেওয়া হলো? কেন দেশে থাকা অপরাধীদের আটক করা হচ্ছে না? বিচারে কোনো অবহেলা বা আপোষ দেশবাসী কোনোদিন ক্ষমা করবে না।

সভায় আরো বলা হয়, সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দল এর পক্ষে মত দিয়েছে। ক্ষমতা যাতে কোনো একক দলের হাতে একীভূত না হয় সেজন্যই পিআর পদ্ধতির প্রয়োজন। রাজনৈতিকভাবে স্বৈরাচারবিরোধী তেমনি মানসিক ও পদ্ধতিগতভাবেও স্বৈরতন্ত্রবিরোধী।

ইসলামী আইনজীবী পরিষদের উদ্যোগে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেক আতিয়ার রহমান ও অ্যাডভোকেট আমেল খান চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট শেখ লুৎফুর রহমান, অ্যাডভোকেট আব্দুল বাসেত, সহ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, অ্যাডভোকেট হারুন অর রশিদ, অ্যাডভোকেট মানিক মিয়া, অ্যাডভোকেট আলমগীর হোসেন ভুইয়া, সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মশিউর রহমান, অ্যাডভোকেট  মোহাম্মদ হানিফ মিা, অ্যাডভোকেট  রফিকুল ইসলাম মিলন, অ্যাডভোকেট  আব্দুল হামিদ, অ্যাডভোকেট জমারত আলী, অ্যাডভোকেট বিল্লাল হোসেন মজুমদার, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট বায়েজিদ হোসাইন, অ্যাডভোকেট জিএম নজরুল ইসলাম, অ্যাডভোকেট  আব্দুল মান্নান, অ্যাডভোকেট মাওলানা হাছিবুল ইসলাম, অ্যাডভোকেট বরকত উল্লাহ লতিফ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ