রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ।। ২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আগামীকাল শরীফগঞ্জে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী বেফাক-হাইআয় ৮২৫ কৃতী শিক্ষার্থীকে পুরস্কৃত করল খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ আলেমদের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমার দাওয়াত পৌঁছে যাচ্ছে বিশ্বময় বরিশালের ঐতিহ্যবাহী বাগধা মাদরাসার ফুযালা সম্মেলন মঙ্গলবার হিফজ সমাপনী পরীক্ষার্থীদের জন্য বেফাকের নির্দেশনা আলেমদের নেতৃত্বেই অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ‘পতিত হাসিনার বিচার না হলে জাতির সঙ্গে অপরাধ করা হবে’ ১০০ দিনে ৮৬,২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার : ক্রীড়া উপদেষ্টা ট্রাম্পকে ভোট দেওয়া মুসলিমরা গভীর হতাশায়: রিপোর্ট ফারুকীরা কীভাবে উপদেষ্টা পরিষদে আসে -প্রশ্ন সারজিসের

বৃহত্তর ঐক্য গড়তে একমত ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দের এক যৌথ বৈঠক আমীরে মজলিস শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নুরপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয় সংগঠন বৃহত্তর ইসলামী ঐক্য গড়ে তুলতে একমত হয়েছে।

আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বলা হয়, অর্ন্তবর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী পতিত স্বৈরাচারের সুবিধাবোগী একজন। দেশের জনগণ তার নিয়োগ মেনে নেয়নি। অতএব উপদেষ্টা পরিষদ থেকে ফারুকীকে প্রত্যাহার করতে হবে। বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে কার্যকরী প্রদক্ষেপ নিতে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মাওলানা রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দিক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ, অধ্যাপক মাহবুবুর রহমান।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলান ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ