সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

নির্বাচন কমিশনের শোকজ বিষয়ে যা বললেন সাকিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে, নির্বাচন কমিশনের (ইসি) অনুসন্ধান কমিটি মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানকে । এ সংক্রান্ত এক চিঠিতে সাকিব আগামীকাল শুক্রবার বিকেলে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে স্বশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

ইসির ওই চিঠি প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাকিব। তিনি বলেছেন, শোকজের বিষয়ে শুনেছেন।

তবে চিঠির কপি এখনো হাতে পাননি। চিঠি পড়ে এ বিষয়ে লিখিত জবাব দেবেন।
আজ বৃহস্পতিবার সকালে সাকিব আল হাসানকে ওই চিঠি পাঠান অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাকিব আল হাসান গতকাল বুধবার ঢাকা থেকে মাগুরা আসার পথে কামারখালী এলাকায় শোডাউন নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন।

এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা-২০১৮ এর লঙ্ঘন করেছেন। এর পরিপ্রেক্ষিতে সাকিব আল হাসানকে আগামাীকাল শুক্রবার বিকেল ৩টায় অনুসন্ধান কমিটির কার্যালয়ে হাজির হয়ে লিখিত জবাব দিতে হবে। 
এ বিষয়ে যুগ্ম জেলা ও দায়রা জজের বেঞ্চ সহকারী ফেরদৌস আলম বলেন, বৃহস্পতিবার সকালে সাকিব আল হাসানকে হাজির হতে চিঠিটি ইস্যু করা হয়েছে।

এমএইচ

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ