সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার বিএনপি‘র সৈয়দ এ কে একরামুজ্জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি


দ্বাদশ জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে বহিষ্কার হয়েছেন সৈয়দ এ কে একরামুজ্জামান। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয় তাকে।

মঙ্গলবার (২৮ নভেম্বর)  এ তথ্য জানানো হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায়  সৈয়দ একে একরামুজ্জামানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এবারের সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ব্যাপারে সৈয়দ একে একরামুজ্জামান সুখন বলেন, ‘বহিষ্কারাদেশের ব্যাপারে আমার কোনও বক্তব্য নেই, তারা চাইলে আমাকে বহিষ্কার করতেই পারে। তবে আমি জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের ইচ্ছার বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নেই।’

জেএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ