সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

মানুষের অধিকার প্রতিষ্ঠায় খেলাফত রাষ্ট্রের বিকল্প নেই: মাওলানা ইঊসুফ আশরাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইঊসুফ আশরাফ বলেছেন, ইসলাম মালিককে বলেছে শ্রমিকের ঘায়ের গাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দিতে। আর শ্রমিককে বলেছে মালিকের দেওয়া দায়িত্ব যথাযথ পালন করতে। সুতরাং ইসলামের নির্দেশ পালনে উভয়কে দায়িত্বশীল হতে শ্রমিক মজলিস কাজ করছে। শ্রমিক মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠায় খেলাফত রাষ্ট্রের বিকল্প নেই। শ্রমিক, মেহনতী মানুষের উপর নির্যাতন বন্ধ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৫ নভেম্বর) বাদ জুমআ রাজধানীর পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন বংশাল থানার উদ্যোগে আয়োজিত রক্তাক্ত শ্রমিক আন্দোলন সমস্যা ও সমাধান প্রেক্ষিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বংশাল থানার আহ্বায়ক আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ জাকির হুসাইনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের আহ্বায়ক মুফতি শরাফত হোসাইন, সদস্য সচিব মাওলানা আবু সাঈদ নোমান, বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আশিকুর রহমান জাকারিয়া, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক মাওলানা শরীফুজ্জমান জসিম, সদস্য সচিব মাওলানা আবু হনিফ, সদস্য ইবরাহিম খলিল, মতিঝিল থানার আহবায়ক মুহাম্মদ ওমর ফরুক প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ