সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ঘোষিত তফসিল বাতিলের দাবিতে রাজধানীতে সমমনা ইসলামী দলসমূহের বিক্ষোভ

সালেহ্ বিপ্লব
সালেহ্ বিপ্লব
শেয়ার
ছবি: সংগৃহীত

সমমনা ইসলামী দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, দলীয় সরকারের অধীনে ভোটার-জনতা ভোট দিতে পারেনা বলেই দেশে আজ গভীর সংকট তৈরি হয়েছে। বিশেষ করে গত দুটি নির্বাচনে মানুষকে নিষ্ঠুর ভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা মনে করি জনমতকে উপেক্ষা করে দেওয়া এই তফসিলে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট কখনোই সম্ভব নয়,সুতরাং সরকারকে এই তফসিল বাতিল করে অর্থবহ সংলাপের মাধ্যমে সমঝতায় উপনীত হয়ে গণমানুষের চাওয়া-পাওয়ার আলোকে যথোপযুক্ত পরিবেশ সৃষ্টি করে পুনরায় তফসিল দিতে হবে।

আজ (১৭ নভেম্বর) শুক্রবার বাদ জুমা সমমনা ইসলামী দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ সব কথা বলেছেন।

ঘোষিত একতরফা তফসিল বাতিল ও দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে প্রতিকুল আবহাওয়ার মধ্যেও বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে সমমনা ইসলামী দলসমূহের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আকরাম টাওয়ারে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী সাহেবের সভাপতিত্বে এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব অধ্যাপক আব্দুল জলিলের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজীবুর রহমান হামিদী, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের ও বাংলাদেশ নেজামে ইসলামের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজীজুল হক ইসলামবাদী।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ