বিএনপির গত ২৮ অক্টোবরের মহাসমাবেশের দিন থেকে গতকাল শনিবার (৪ নভেম্বর) পর্যন্ত ৭ দিনে সংঘর্ষ–সহিংসতার ঘটনায় রাজধানীতে ৮৯টি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের ২ হাজার ১৭২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি এসব তথ্য জানান।
কে এন রায় নিয়তি জানান, আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় ৮৯টি মামলা হয়েছে। এসব মামলায় ২ হাজার ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গতকাল গ্রেপ্তার করা হয়েছে ৩৭ জনকে।
ডিএমপির দেওয়া হিসাবমতে, এখন পর্যন্ত রাজধানীর পল্টন থানায় সবচেয়ে বেশি ১৪টি, রমনা মডেল থানায় ৬টি ও শাহজাহানপুর থানায় ৬টি মামলা হয়েছে।
এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, গতকাল গভীর রাতে ঢাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়েছে।
এনএ/