বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


মহাসমাবেশে দাওয়াত নিয়ে শায়খে যাত্রাবাড়ীর কাছে হেফাজত নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেই মহাসমাবেশ সফল করতে সংগঠনের নেতারা সারাদেশে সফর করছেন। এর অংশ হিসেবে বিশেষ দাওয়াত প্রদান এবং পরামর্শ ও দোয়া নিতে হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল যাত্রাবাড়ী বড় মাদরাসায় সফর করেছেন। 

সেখানে হেফাজত নেতারা আল-হাইয়্যাতুল উলয়ার চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, মজলিসে দাওয়াতুল হকের আমিরুল ‍উমারা আল্লামা মাহমূদুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁকে মহাসমাবেশের বিশেষ দাওয়াত দেন এবং পরামর্শ ও দোয়া চান। 

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাসান জামিল প্রমুখ।

এদিকে মহাসমাবেশ সফল করার লক্ষে আজ বেলা ১২টায় হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জামিয়া শারইয়্যা মালিবাগ মাদরাসায় সফর করেন। মাদরাসার মুহতামিম মুফতী আবু সাঈদ প্রতিনিধিদের শুভেচ্ছা জানান।

প্রতিনিধি দলে আরও ছিলেন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আবু সাবের আব্দুল্লাহ, মাওলানা আহমদ মায়মুন প্রমূখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ