বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সম্মাননা পেলেন মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন কাল বইমেলায় ‘সঠিক নিয়মে হাতের লেখা প্রশিক্ষণ বাংলা’-এর মোড়ক উম্মোচন নকীব পদক সাহিত্য চর্চার ক্ষেত্রে একটি বিরাট মাইলফলক: ধর্ম উপদেষ্টা কল্যাণ রাষ্ট্র গঠনে উলামায়ে কেরামের ভূমিকা শীর্ষক সেমিনার আগামীকাল নান্দাইল পৌরসভার সাবেক মেয়রসহ ৭ আ.লীগ নেতা গ্রেপ্তার নকীব পদক পেলেন ধর্ম উপদেষ্টা ও জহির উদ্দিন বাবর বিদেশ যাওয়া হলোনা কলেজছাত্র জাকিরের, মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু ইসলামি বই মেলা হেরার জ্যোতির দিকে পথ দেখায়: ধর্ম উপদেষ্টা খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের উলামা সম্মেলন অনুষ্ঠিত কিন্ডারগার্টেন ও স্কুলের শিক্ষার্থীদের জন্য বই লিখলেন মাওলানা মুহাম্মদ হেমায়েত উদ্দীন

ইসলামি বই মেলা হেরার জ্যোতির দিকে পথ দেখায়: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের প্রকাশিত তাহফিজুল  কুরআনুর কারিমসহ ৪টি গ্রন্থের মোড়ক উন্মোচন এবং আলোচনা সভায় অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ কথা বলেন।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ইসলামি বইমেলায় (বায়তুল মোকাররম পূর্বপ্রাঙ্গণ) এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আমাদের মনের বাইরের একটা জগত আছে সে জগতকে সমৃদ্ধ করতে বইয়ের বিকল্প নাই। ইসলামি বই মেলা শুধুই বাণিজ্য নয়, এটা জ্ঞান চর্চার একটি কার্যকর মাধ্যম। ইসলামি গ্রন্থ পাঠের মাধ্যমে ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়।

তিনি আরও বলেন, ইসলামি বই মেলা হেরার জ্যোতির দিকে পথ দেখায়। আমি ধন্যবাদ জানাই লেখক ও অনুবাদক, প্রকাশকদের। তাদের চেষ্টা সাধনায় এই বইমেলা সুন্দর করে সেজেছে।

তিনি বলেন, বিশ্বকল্যাণ পাবলিকেশন্স গত দুই দশক ধরে জাতির ধর্মীয় খোরাক জোগাতে যে কাজ করছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। ইসলামী গ্রন্থ পাঠের মাধ্যমে সমাজে নৈতিকতা ও মানবিকতা প্রতিষ্ঠা করা সম্ভব। তাফসীর কুরআনুল কারীমের মতো গুরুত্বপূর্ণ বই মুসলিম সমাজের আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।”

বিশেষ অতিথি ড. আহমদ আব্দুল কাদের বলেন, “ইসলামী সাহিত্য এবং জ্ঞানভিত্তিক গ্রন্থের চর্চা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। এমন উদ্যোগগুলো আমাদের যুবসমাজকে ইসলামের প্রকৃত শিক্ষায় উদ্বুদ্ধ করবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তী কালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, খেলাফত মজলিসের মহাসচিব, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের,দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহ সম্পাদক মাওলানা লিয়াকত আলী, দৈনিক ইনকিলাব-এর সিনিয়র সহ-সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।

উপস্থিত আমন্ত্রিত অতিথি আরও উপস্থিত ছিলেন, মুফতি আব্দুস সালাম, মুফতি আবুল হাসান শামসাবাদী, আহমদ বদরুদ্দীন খান, জহির উদ্দিন বাবর, মাসউদুল কাদির, হুমায়ুন আইয়ুব, মুফতি ইমরানুল বারি সিরাজি, মুফতি আবদুল্লাহ তামিমসহ আরও অনেকে।

বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের এ আয়োজন ইসলামী গ্রন্থপ্রেমী ও আলেমদের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করেছে। বক্তারা আশা প্রকাশ করেন, ইসলামী গ্রন্থপাঠের প্রতি মানুষের ঝোঁক বাড়বে এবং সমাজে উন্নত মানসিকতা ও নৈতিকতা প্রতিষ্ঠিত হবে।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ