বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ছিল শাহবাগের গণজাগরণ মঞ্চ বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
রোববার (১৭ নভেম্বর) জগন্নাথ বিদ্যালয়ের ‘শাহবাগ ও ফ্যাসিবাদ এবং নয়া বাংলাদেশ গতিপথ’ শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জাস্টিস ফর জুলাই, জবি এই সেমিনারের আয়োজন করে।
এ সেমিনারে কেমন হবে আগামীর বাংলাদেশ এবং শাহবাগকে কেন্দ্র করে বিগত বছরগুলোতে কিভাবে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে চক্রান্ত করা হতো সেই নিয়ে আলোচনা করা হয়।
ড. মাহমুদুর রহমান বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকেই ভারত আমাদের দেশে কালচারাল আগ্রাসন চালনো শুরু করে। বাংলাদেশে ভারতীয় সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার মূলে ছিল বাংলাদেশের মিডিয়া এবং সাংস্কৃতিক জগৎ। বাংলাদেশে ভারতীয় আগ্রাসন কিংবা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মূলে যে দুটি এজেন্ডা ছিল তার প্রথমটি হলো বাঙালির জাতীয়তাবাদ এর বয়ান এবং দ্বিতীয়টি হলো ভারতের প্রতি কৃতজ্ঞতা।
`বাঙালির জাতীয়তাবাদ এর নামে এতদিন আওয়ামী রাজনীতিবিদ ও ভারতপন্থীরা যে বয়ান আমদের ওপর চাপিয়ে দিতো তা তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে, যার নেতৃত্ব দিয়েছিলেন রাজা রামমোহন রায়, যা মূলত হিন্দু জাতীয়তাবাদ এর বয়ান ছিল যেখানে মুসলিমদের কোনো জায়গা ছিলো না,’ বলেন তিনি।
আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, ১৯৭১ সালে ভারত নিজেদের জিওপলিটিক্যাল সুবিধার জন্য বাংলাদেশকে সাহায্য করেছিল কোনো দয়া কিংবা সহানুভূতি দেখানোর জন্য নয়। এ সহায়তাকে তিনি একটি বিসনেস ট্রান্সাকশন হিসাবে আখ্যায়িত করেন। শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশ কোনো বৈধ চুক্তি ছাড়াই ভারতের একটি উপনিবেশে পরিণত হয়েছিল। এর মাধ্যমেই বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল ভারত যা দেখা যায় ২০১৪, ২০১৯ এবং ২০২৪ এর নির্বাচনে।
তিনি আরও বলেন, ২৪ এর আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বাঙালি মুসলিমদের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে দেশটাকে নিজেদের মতো করে গুছিয়ে নেওয়ার এবং বাঙালি মুসলিদের বিরুদ্ধে করা সকল চক্রান্ত প্রতিহত করার।
সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগ চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক ও রাষ্টবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মেজবাহ-উল-আজম সওদাগর।
হাআমা/