বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ ।। ১৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
দেশের বিরুদ্ধে যে কোনো অবস্থানকে সহ্য করব না: মুফতী আদনান    নওগাঁয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর সঙ্গে সংহতি গড়ে বাংলাদেশকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছি’ এখন একটা মারলে ৪০ টা দাঁড়িয়ে যাবে : প্রধান উপদেষ্টা ভারত নিয়ে জাতীয় ঘোষণা আসছে : জামায়াত আমির ভারতের সাথে চোখে চোখ রেখে কথা হবে: হাসনাত আব্দুল্লাহ ভারতে সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে নবাবগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ  সন্তান লাভের আশায় বটগাছের নিচে আঁচল পেতে নারীরা আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ভারতের অপকর্ম, অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ

অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত: ড. ইউনূস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের আগে সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস। তবে তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত।

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু আলোচনার ফাঁকে স্থানীয় সময় বুধবার (১৩ নভেম্বর) এক সাক্ষাৎকারে এএফপিকে ড. ইউনূস এ কথা বলেন।

মুহাম্মদ ইউনূস বলেন, স্বৈরাচারী সাবেক শাসক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দেশে সরকার গঠনের আগে সংস্কার প্রয়োজন। সংস্কারের গতিই নির্ধারণ করবে নির্বাচন কত দ্রুত হবে।

তিনি দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন বলে জোর দিয়েছিলেন। বলেন, 'আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম- যত তাড়াতাড়ি প্রস্তুত হব, তত দ্রুত আমরা নির্বাচন দেন এবং নির্বাচিতরা ক্ষময় আসতে পারবে, দেশ চালাতে পারবে।'

ড. ইউনূস আরও বলেন, সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকারের আকার, সংসদ ও নির্বাচনী বিধিবিধানের বিষয়ে দেশকে দ্রুত একমত হতে হবে।

এর আগে, ৫ আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যাওয়ার আগে পুলিশের নৃশংস অভিযানে সাত শতাধিক মানুষ নিহত হন। শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনার পতনের পর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে দেশ অস্থিতিশীলতার সাথে লড়াই করছে। হাসিনার শাসনামলে রাজনৈতিক বিরোধীদের গণআটক এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘন দেখা গেছে।

ইউনূস বলেন, যে কোনো সরকারই স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন। আমরাও আছি। আমরা আশা করছি যে এটি সমাধান করতে পারব এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা বজায় রাখতে পারব। বিপ্লবের মাত্র তিন মাস পেরিয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ