বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ ।। ১৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
দেশের বিরুদ্ধে যে কোনো অবস্থানকে সহ্য করব না: মুফতী আদনান    নওগাঁয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক রাষ্ট্রগুলোর সঙ্গে সংহতি গড়ে বাংলাদেশকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছি’ এখন একটা মারলে ৪০ টা দাঁড়িয়ে যাবে : প্রধান উপদেষ্টা ভারত নিয়ে জাতীয় ঘোষণা আসছে : জামায়াত আমির ভারতের সাথে চোখে চোখ রেখে কথা হবে: হাসনাত আব্দুল্লাহ ভারতে সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে নবাবগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ  সন্তান লাভের আশায় বটগাছের নিচে আঁচল পেতে নারীরা আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ভারতের অপকর্ম, অপপ্রচার বন্ধে পুরো জাতি আজ ঐক্যবদ্ধ

দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যেন সংস্কারের বিষয়গুলো শেষ করতে পারেন সে ব্যাপারে সহনশীলতা দেখাতে হবে, সব সমস্যা রাজনীতিতে না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’

তিনি বলেন, ‘দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন, নির্বাচনই গনতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। অন্যান্য সরকারগুলোর দিকে না তাকিয়ে আপনাদের মত করে দেশ পরিচালনা করুন এবং সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন।’

ফখরুল বলেন, ‘দেশের সব জিনিসপর দাম আকাশছোঁয়া, সেদিকে নজর দিতে হবে। এছাড়া বিতর্কিত কেউ যাতে উপদেষ্টা পরিষদের  যুক্ত হতে না পারেন সেদিকেও নজর দিতে হবে। দীর্ঘ ১৭ বছরের আওয়ামী দু:শাসন শেষে দেশের মানুষ এখন মুক্ত বাতাসের স্বাদ নিতে পারছে। জিয়াউর রহমানের চেতনাকে বুকে লালন করেই বিএনপি নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে। কোনভাবেই  আওয়ামী দোসররা যেন আর মাথা চাড়া দিতে না পারে সেদিকে অন্তবর্তী সরকারকে দৃষ্টি দিতে হবে।’

আজ মঙ্গলবার বেলা আড়াইটায় লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া এ ফুটবল টুর্নামেন্টের এবারের ষষ্ঠতম প্রতিযোগিতার আজ উদ্বোধন করা হয় সদর উপজেলার বড় বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে। রংপুর বিভাগের ৮ জেলা, রংপুর মহানগর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

আজ উদ্বোধনী খেলায় গতবারের চ্যাম্পিয়ন লালমনিরহাট জেলা বিএনপি দলের সাথে নীলফামারী জেলা বিএনপি দলের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

আজকের উদ্বোধনী এ খেলা দেখতে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ