শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১ চৈত্র ১৪৩১ ।। ১৪ রমজান ১৪৪৬

শিরোনাম :
বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায় : জাতিসংঘ মহাসচিব লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব ‘ধর্ষণ বন্ধে দ্রুত কোরআনের আইন চালু করুন’ হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা ইসলামাবাদীর পিতার ইন্তেকাল, জানাজা সম্পন্ন ১৪ তম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম সেনাবাহিনীর ৭ মিনিটের আল্টিমেটাম, অবরোধ প্রত্যাহার ১ মিনিটেই উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ মহাসচিব লাকীকে গ্রেফতার ও শাপলা চত্বর হত্যাকান্ডের বিচার দাবিতে বিক্ষোভ কক্সবাজার রামু রাজারকুল মাদ্রাসায় ২দিনব্যাপী বাংলা ভাষা ও সাংবাদিকতা কোর্স সম্পন্ন

প্রতি সপ্তাহে ২০০ শহীদ পরিবারকে সহযোগিতা করা হবে : সারজিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘প্রতি সপ্তাহে ২০০ জন শহীদ পরিবারকে সহযোগিতা করা হবে। শনিবার থেকে এ আর্থিক সহযোগিতা দেয়া শুরু হবে।’ শুক্রবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা দেয়ার সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম এ তথ্য জানান।

সারজিস আলম বলেন, ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’এই শিরোনামে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান শুরু হবে শনিবার থেকে। এদিন চারটি সেগমেন্টে চেক হস্তান্তরের কাজ করা হবে। ৮ বিভাগেই শহীদ পরিবারকে সহযোগিতার কাজ করা হবে। তবে প্রথম ধাপে ঢাকা বিভাগ নিয়ে কাজ করছি।

তিনি বলেন, বিভিন্ন ভুয়া নম্বর থেকে কল দেয়া হচ্ছে যা আমাদের নয়। ১৬০০০ শুধু এই নম্বরটি থেকে শহীদ পরিবারে কল দেয়া হচ্ছে। প্রত্যেকটি টাকার হিসাব যেন দিতে পারি, সেভাবেই কাজ করা হচ্ছে।

সারজিস আলম বলেন, আনঅফিসিয়ালি আহতদের তালিকায় রয়েছে ২৪ হাজার এবং নিহত ১৬শ’র বেশি। যা বারবার যাচাই করা হচ্ছে। আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে। নভেম্বরের মধ্যে ভেরিফিকেশন শেষ হলে ডিসেম্বরের মধ্যে সবার কাছে সহযোগিতা পৌঁছে দেয়া হবে।

তিনি বলেন, প্রত্যেক শহীদ পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ এবং আহত পরিবারকে ১ লাখ টাকা করে দেয়া হচ্ছে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ