শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ।। ২ কার্তিক ১৪৩১ ।। ১৫ রবিউস সানি ১৪৪৬


বায়তুল মোকাররমের নবনিযুক্ত খতিবকে জমিয়ত সভাপতির অভিনন্দন বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নবনিযুক্ত খতিব প্রখ্যাত আলেম মাওলানা মুফতি আব্দুল মালেককে অভিনন্দন জানিয়েছেন দেশের প্রাচীনতম ইসলামী সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন।

এক বিবৃতিতে তিনি আজ শুক্রবার (১৮ অক্টোবর) মাওলানা আব্দুল মালেককে খতীব হিসেবে নিয়োগ দেওয়ায় ধর্মমন্ত্রনালয়কে ধন্যবাদ জানান।

মাওলানা জিয়া উদ্দীন বলেন, মাওলানা আব্দুল মালেক বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম। একজন বিদগ্ধ ফকীহ ও মুহাদ্দিস। তাঁর ইলমী খেদমত আরব-আজমে সমাদৃত। বিশ্বের বরেণ্য আলেমদের সাহচর্য তিনি পেয়েছেন। বাংলাদেশের সর্বমহলে তাঁর ব্যাপাক গ্রহণযোগ্যতা রয়েছে। তাঁর নিয়োগের মাধ্যমে জাতীয় মসজিদ একজন যোগ্যতম খতীব পেলো।

নতুন খতীব মাওলানা আব্দুল মালেক জাতীয় মসজিদের মিম্বরে এদেশের আপামর মুসলমানদের ভাষ্যকার হিসেবে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মাওলানা জিয়া উদ্দীন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ