শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬


২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ : মেয়র তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি জানান, ঈদের দিন দুপুর ২টার পর থেকে বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু হবে। 

জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে আজ বুধবার সকালে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র।

মেয়র বলেন, জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন। ভারী বৃষ্টি জলাবদ্ধতা হবে না। মুসল্লিরা যেন স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারে সে সকল ব্যবস্থা করা হচ্ছে।

সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে বলে জানান মেয়র।

ফজলে নূর তাপস বলেন, ‘ঈদের দিন দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কাজ শুরু হবে। ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে।’

এ সময় মেয়র ঢাকাবাসীকে দুই দিনের মধ্যে সব কোরবানি সম্পন্ন করার আহবান জানান। 

মেয়র হুঁশিয়ার দিয়ে বলেন, রাস্তার ওপর কোনোভাবেই কোরবানির হাট বসানো যাবে না। নজরদারি করা হচ্ছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ