শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মুফতি মাহবুবুর রহমান

|| হাসান আল মাহমুদ ||

নরসিংদীতে জুমার খুতবার আগে দাঁড়ানো থেকে স্ট্রোক করে পড়ে যান, তারপর ইমামের মৃত্যু ঘটেছে। ইমামের নাম মুফতি মাহবুবুর রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৯.০০ টার সময় ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করেন তিনি।

ইমাম মুফতি মাহবুবুর রহমান রাজধানীর চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসার গত বছরের (২০২৩) ইফতা ফারেগ ছাত্র ছিলেন। তার বাড়ী নেত্রকোনা।

শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসার মুহতামিম মুফতি মাহফুজুল হক কাসেমী আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মাহফুজুল হক কাসেমী মরহুম এই ছাত্রকে নরসিংদীতে এক মাদরাসার মুহতামিম ও মসজিদের ইমাম-খতীব হিসেবে খেদমত দিয়েছিলেন। হুজুর ছিলেন তার মুরব্বী। আজ জুমার নামাজের খুতবা শেষ করে মুসল্লীদের সুন্নাত পড়তে বলেন। অত:পর দাঁড়ানো থেকে পড়ে যান। মসজিদ কমিটি প্রাথমিক পর্যায়ে তার পরিবারের মোবাইল নাম্বার না পাওয়ায় মাদরাসাটির মুহতামিম সাহেবের সাথে যোগাযোগ করেন এবং পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসকগণ ঢাকায় রেফার করেন। ঢাকার শ্যামলীর নিউরোসায়েন্স হাসপাতালে আনার পর তিনি আল্লাহর সান্নিধ্যে চলে যান। ডাক্তারগণ ব্রেন স্ট্রোক বলে অভিহিত করেন।

এদিকে মুফতি মাহবুবুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসায়। তার মৃত্যুতে মাদরাসাটির মুহতামিম মুফতি মাহফুজুল হক কাসেমী, অন্যান্য শিক্ষক ও ছাত্রবৃন্দ গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা করেছেন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ