বুধবার, ১৯ মার্চ ২০২৫ ।। ৪ চৈত্র ১৪৩১ ।। ১৯ রমজান ১৪৪৬

শিরোনাম :
রাজধানীতে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘বদর যুদ্ধের বিজয় কেয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য অনুকরণীয় মডেল’ বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে আগ্রহী কাতার : রাষ্ট্রদূত বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ হয়নি : ধর্ম উপদেষ্টা দ্বিতীয় দিনের মতো মাদানী মজলিস বাংলাদেশ-এর ইফতার বিতরণ আওরঙ্গজেবের সমাধিতে হাত দিলে ভারত ভেঙ্গে খানখান হয়ে যাবে: জুনায়েদ আল হাবিব বদরের চেতনা রক্ষায় মুসলিমদের ঐক্যবদ্ধ হতে হবে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গাজায় হামলা, জামায়াতে ইসলামীর গভীর উদ্বেগ এবার ঈদে দেশের নাগরিকরা পাচ্ছেন দীর্ঘ ছুটির সুযোগ ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা কমাতে তরুণদের ৯ সুপারিশ

মক্কীনগর মাদরাসার ১৩ তম বার্ষিক মাহফিল আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আব্দুল্লাহ আল কাসিম ||

রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ আব্দুল্লাহপুর, কদমপুর, মক্কীনগরে অবস্থিত জামি'আ আশরাফিয়া হালিমিয়া আবেদিয়া মক্কীনগর মাদরাসা ১৩ তম বার্ষিক মাহফিল আগামকাল শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪) অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কাল সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মাদরাসা সংলগ্ন ময়দানে চলবে এ মাহফিল।

মাহফিলে সভাপতিত্ব করবেন মুহিউসসুন্নাহ, পীরে কামেল আল্লামা আব্দুল হামিদ দা.বা. পীর সাহেব মধুপুর (আমীর, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক, অত্র জামি'আ)

আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসাবে তাশরিফ আনবেন ও বয়ান রাখবেন আল্লামা শেখ আহমদ (শাইখুল হাদিস, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম), আল্লামা জাফর আহমদ (শাইখুল হাদিস, জামি'আ শারইয়্যাহ মালিবাগ ও অত্র আমি'আ), আল্লামা মামুনুল হক (শাইখুল হাদিস, জামিয়া রাহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর, ঢাকা), আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী, শাইখুল কুররা ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আজাহারী, মাওলানা মুফতি ইমাদুদ্দীন (মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকা), মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী প্র(তিষ্ঠাতা পরিচালক, মারকাজুত তারবিয়াহ বাংলাদেশ), হাফেজ মাওলানা হাসান জামিল (খতিব, বাইতুল মামুর জামে মসজিদ, সাইন্স ল্যাবরেটরি, ঢাকা)।

আরও বয়ান রাখবেন মাওলানা নজীর আহমদ (মুহাদ্দিস, আমিয়া নুরিয়া টঙ্গী, গাজীপুর), মুফতি নজরুল ইসলাম কাসেমী (শাইখুল হাদিস, নুরবাগ মাদরাসা, ঢাকা), মাওলানা নুরুল ইসলাম জাদীদ (সাবেক মুহাদ্দিস, দরুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী), মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ (মুহতামিম, মারকাযুশ শায়েখ আব্দুল হামিদ সাভার), মুফতি নূর হোসাইন নূরানী (পীর সাহেব, মুন্সিগঞ্জ), মুফতি রেজাউল করিম আবরার (প্রধান মুফতি, জামি'আ মাহমুদিয়া যাত্রাবাড়ী, ঢাকা), মাওলানা আবুল কাসেম আশরাফী (মুহতামিম, জামিয়া আশরাফিয়া দারুল উলুম, মোহাম্মদপুর ঢাকা), মুফতি আলী হাসান উসামা (প্রতিষ্ঠাতা ও পরিচালক, মাদরাসাতুল ইমাম আনোয়ার শাহ কাশ্মিরী বহ, রাজবাড়ী) ও মুফতি আনিসুর রহমান আশরাফী (মুহতামিম, আশরাফুল উলুম মাদরাসা ময়নামতি, কুমিল্লা)।

মাহফিলে জিকিরের সাথে দলে দলে যোগদান করতে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন মাদরাসাটির মুহতামিম মাওলানা আহমদুল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ