বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ।। ১৫ কার্তিক ১৪৩১ ।। ২৮ রবিউস সানি ১৪৪৬

শিরোনাম :
শুধু ক্ষমতার হাত বদলের নির্বাচনের জন্য ছাত্র-জনতা আন্দোলন করেনি ‘শহীদের রক্তের বিনিময়ে দেশ আজ ফ্যাসিবাদমুক্ত’ চিরায়ত ম্যাগাজিন সম্পাদককে তুলে নিয়ে যাবার প্রতিবাদে সংবাদ সম্মেলন ইসলামি বইমেলায় কাল ‘লেখক হওয়ার গল্প শুনি’ ছোটদের মুজিযা সিরিজ : গল্পে আঁকা নবীজীর মুজিযা মতিঝিলের জামিয়া দ্বীনিয়া শামসুল উলূম মাদরাসার ওয়াজ মাহফিল ১৬ নভেম্বর ডেঙ্গুর প্রকোপ কমাতে দক্ষিণ সিটিতে ছাত্র-জনতার স্মারকলিপি খুলনা বিভাগীয় মুহতামিম সম্মেলন অনুষ্ঠিত হজ নিবন্ধনের সময় ৩০ নভেম্বরের পর আর বাড়বে না রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে: জাতীয় মহাসম্মেলনে মধুপুর পীর

হাফেজ-আলেম নিচ্ছে তাসমিয়া কসমেটিকস এন্ড টয়লেট্রিজ লি: কোম্পানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ISO সনদপ্রাপ্ত দেশের সুনামধন্য কসমেটিকস ও টয়লেট্রিজ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান তাসমিয়া কসমেটিকস এন্ড টয়লেট্রিজ লি: কোম্পানীতে নিম্নে বর্ণিত পদে ৫ জন সৎ, আমানতদার, কর্মঠ ব্যক্তি নিয়োগ প্রদান করা হবে। আপনি যদি এই পদে নিজেকে উপযুক্ত মনে করেন, আপনার প্রয়োজনীয় কাগজ পত্র (সিভি, এনআইডি, সার্টিফিকেট) নিম্ন বর্ণিত ই- মেইলে প্রেরণ করুন । অথবা নিম্নোক্ত নাম্বারে প্রেরণ করুন (শুধুমাত্র হোয়াটস এ্যাপ)

[email protected]

01717616536

www.tasmiacosmetics.com

পদবী: প্রোডাকশন সুপারভাইজার / জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অফিসার

কর্মস্থল: গাজীপুর

চাকরির বিবরণ / দায়িত্বসমূহ

* প্রার্থীকে সৎ ও আমানতদার হতে হবে।

* প্ররিশ্রম করার মন-মানসিকতা থাকতে হবে।

* নিজে কাজ করার মানসিকতা ও অধিনস্থ লোক দিয়ে কাজ করানোর যোগ্যতা থাকতে হবে।

* নিজের টিমের মাধ্যমে সারাক্ষণ প্রোডাকশন চালু রাখতে হবে।

* কাজ নিজে থেকে শিখে নিয়ে তার পূর্ণ বাস্তবায়ণ করার মানসিকতা থাকতে হবে।

* নিজের তত্ত্বাবধানে থাকা কাঁচামালের রক্ষনাবেক্ষন ও হালনাগাদ রাখতে হবে।

* কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত যে কোন কাজ করার মানসিকতা থাকতে হবে।

বি. দ্র. প্রার্থীকে কোম্পানী কাজ বুঝিয়ে দেবে। প্রার্থীর কাজের প্রতি আগ্রহ ও মানসিকতা থাকাটাই যতেষ্ঠ।

চাকরির ধরণ : ফুল টাইম

শিক্ষাগত যোগ্যতা : কওমী মাদ্রাসা থেকে দাওরা পাস। / হাফেজ, আলিয়া থেকে কামিল/ ফাজিল পাস

অন্যান্য যোগ্যতা:

* বয়স ৩০ বছরের এর মধ্যে হতে হবে।

* কর্মঠ ও সুস্থ শরীরের অধীকারী হতে হবে।

সুগোগ সুবিধা:

* বেতন: ১৪০০০-১৭০০০ টাকা।

* রমজানের ঈদে বেতনের সমপরিমাণ ও কুরবানির ঈদে বেতনের অর্ধেক বোনাস হিসেবে প্রদান করা হবে।

* অভারটাইম হলে কোম্পানীর নিয়ম অনুযায়ী অতিরিক্ত ভাতা প্রদান করা হবে।

  • প্রতি বছর কোম্পানির নিয়ম অনুযায়ী ইনক্রিমেন্ট হবে।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ