শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন

আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নাজমুল হুদা মজনু ||

জীবনের শত সহস্র সমস্যা সঙ্কট সমাধানে অব্যর্থ ওষুধ হলো মহীয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের মধুময় নাম স্মরণ করা।

মহাগ্রন্থ আল-কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় কর এবং কখনো আমার অকৃতজ্ঞ হয়ো না। (সূরা বাকারাহ-১৫২)

সচ্ছল অসচ্ছল জ্ঞানী অজ্ঞ নির্বিশেষে সবাই আল্লাহর রহমতের সমান অধিকারী। তবে অনেকসময় দেখা যায় যে, আর্থিকভাবে দুর্বল ব্যক্তি হজ-জাকাত আদায়ে ব্যর্থ হয়ে যারপরনাই আফসোস আক্ষেপ করে থাকেন। এ ব্যাপারে হতাশ না হয়ে আশান্বিত হ‌ওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস রয়েছে।

আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত,

তিনি বলেন, দরিদ্র লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বললেন, সম্পদশালী ও ধনী ব্যক্তিরা তাদের সম্পদের দ্বারা উচ্চ মর্যাদা ও স্থায়ী আবাস লাভ করছেন, তারা আমাদের মতো সালাত আদায় করছেন, আমাদের মতো সিয়াম পালন করছেন এবং অর্থের দ্বারা হজ, উমরাহ, জিহাদ ও সদাকাহ করার মর্যাদাও লাভ করছেন। এ কথা শুনে তিনি বললেন, আমি কি তোমাদের এমন কিছু কাজের কথা বলব, যা তোমরা করলে, যারা নেক কাজে তোমাদের চেয়ে অগ্রগামী হয়ে গেছে, তাদের পর্যায়ে পৌঁছতে পারবে। তবে যারা পুনরায় এ ধরনের কাজ করবে তাদের কথা স্বতন্ত্র। তোমরা প্রত্যেক সালাতের পর তেত্রিশবার করে তাসবিহ (সুবহানাল্লাহ), তাহমিদ (আলহামদুলিল্লাহ) আর চৌত্রিশবার তাকবির (আল্লাহু আকবার) পড়বে।  (বুখারি-৮৪৩)

জিকির আসকার দোয়া মুনাজাত তাওবাহ ইস্তেগফার মুমিনের জীবনের সাফল্যের সোপান– এ জন্য এসব নেক আমল  সার্বক্ষণিক  করণীয়।

কুরআন-হাদিসের আলোকে সুসাব্যস্ত কতগুলো বিষয় একত্রিত হয়ে মুমিনের জীবনের সাফল্যের বিশাল সাম্রাজ্য গড়ে ওঠে, আর সে গুণগুলো হচ্ছে ইসলাম, ঈমান, সালাত, সিয়াম, হজ, জাকাত, আনুগত্য, সত্যবাদিতা, সবর, বিনয় নম্রতা, দানশীলতা, চরিত্রের হেফাজত এবং বেশি বেশি আল্লাহর স্মরণ। এসব গুণের প্রত্যেকটিই আত্মসমর্পণকারী মুসলিম জাতিসত্তার নিপুণ প্রাসাদের এক একটি মূল্যবান ইট। আল্লাহ তায়ালার জিকির তথা তাঁর স্মরণের শান মান মর্যাদা কোনো কিছুর সাথেই তুলনীয় হতে পারে না।

আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ এমন একটি গুণ যা সব মানুষের মধ্যেই সঠিক সম্পর্ক গড়ে তোলার জন্য সাহায্য করে। সাথে সাথে আল্লাহর প্রতি বিশ্বাসকে তা দৃঢ় বানায় এবং প্রতি মুহূর্তে অন্তরের মধ্যে আল্লাহর চেতনাকে এমনভাবে জিইয়ে রাখে, যার কারণে সব অবস্থা ও সব পরিবেশে মানুষে মানুষে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে ওঠে। এর ফলে তারা এমন এক মজবুত রশি ধরতে পারে, যা কখনো ছিঁড়ে যায় না। আল্লাহ পাকের স্মরণের মাধ্যমে মানুষের অন্তরের বন্ধ দুয়ার খুলে যায়, সঙ্কীর্ণতা, হীন ও হিংস্র মনোভাব দূরীভূত হয় এবং খোলা মনে ও হাসিখুশির সথে তারা পরস্পর জীবন যাপন করতে পারে, এমন এক অবস্থায় তাদের মধ্যে সত্যের এমন এক মহান আলো ছড়িয়ে পড়ে যা তাদের গোটা সত্তাকে আলোকিত করে এবং তাদের মধ্যে ভালোবাসা ও শান্তিপূর্ণ এক হৃদস্পন্দন এনে দেয়।

যারা আল্লাহর ওপর ঈমান আনে এবং আল্লাহর জিকিরে তাদের অন্তকরণ প্রশান্ত হয়, জেনে রেখো, আল্লাহর জিকির অন্তরসমূহ প্রশান্ত করে। (আর-রাদ : ২৮)

যাদের জীবন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে অতিবাহিত হয় তাদের মধ্যে অগণন গুণের সমাবেশ ঘটে। এ বিষয়টি তাদের মধ্যে সেই বলিষ্ঠ গুণাবলি গড়ে তুলতে সক্ষম হয়, যা তাদেরকে অন্য যেকোনো মানুষের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় বানিয়ে দেয়। কুরআনুল কারিমে তাদের উদ্দেশে বলা হচ্ছে   ‘ তিনি (আল্লাহ তায়ালা) তাদের জন্য ক্ষমা ও মহা প্রতিদান প্রস্তুত করে রেখেছেন।' (সূরা আহজাব-৩৫)

লেখক : সাংবাদিক ও সাহিত্যিক

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ