শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন

ভিডিও কলে স্ত্রীর উলঙ্গ শরীর দেখা জায়েজ কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ইন্টারনেট

প্রশ্ন

আসসালামু আলাইকুম,

জনাব মুফতি সাহেব, আমার জানার বিষয় হল,

ভিডিও কলে স্ত্রীর শরীর প্রদর্শন করা কি বৈধ হবে? চাই যে কোন অংশ হোক।

বিষয়টা বিস্তারিত জানালে খুব উপকৃত হব।

উত্তর

 

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

এমনিতে সরাসরি তথা সামনা সামনি স্বামী ও স্ত্রী উভয়ের জন্য উভয়ের পুর্ণ শরীর দেখা জায়েজ আছে। কোন প্রকার কারাহাত (মাকরুহ) নেই।

কিন্তু ভিডিও কলে স্ত্রীর স্বাভাবিক প্রকাশিত অঙ্গ ছাড়া স্পর্শকাতর অঙ্গ ও উলঙ্গ শরীর প্রদর্শন করা জায়েজ হবে না। কারণ যদিও ভিডিও কলটি লাইভ হয়ে থাকে, কিন্তু তা সার্ভারে সংরক্ষিত থেকে যায়, যা পরবর্তীতে অন্য কারো চোখে পড়ার সম্ভাবনা থাকে,তাছাড়া এটা বেহায়ী ও নির্লজ্জতাকে প্রকাশ করে। আর নির্লজ্জতা পরিহার করা ঈমানদারদের জন্য জরুরী বিষয়। তাই এহেন কাজ থেকে বিরত থাকা উচিত।

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ الْحَيَاءَ وَالْإِيمَانَ فِي قَرَنٍ، فَإِذَا سُلِبَ أَحَدُهُمَا تَبِعَهُ الْآخَرُ ” (شعب الإيمان للبيهقى، رقم-7330)

عَنِ ابْنِ عُمَرَ قَالَ: إِنَّ الْحَيَاءَ وَالْإِيمَانَ قُرِنَا جَمِيعًا، فَإِذَا رُفِعَ أَحَدُهُمَا رُفِعَ الْآخَرُ (الأدب المفرد، رقم-1313)

حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ عُقْبَةُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلاَمِ النُّبُوَّةِ، إِذَا لَمْ تَسْتَحْيِ فَافْعَلْ مَا شِئْتَ (صحيح البخارى، رقم-3483)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ