সৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের দেবে বৃত্তি। ২০২৫ সালের বৃত্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবেন।
১৯৬১ সালে পবিত্র নগরী মদিনায় মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। এটি দেশটির সরকার প্রতিষ্ঠিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় সারা বিশ্ব থেকে আসা শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা প্রদান করছে।
প্রার্থীর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সর্বশেষ ডিগ্রি ও শিক্ষাজীবনের মধ্য পাঁচ বছরের বেশি ব্যবধান থাকা যাবে না।
বৃত্তির আওতায় থাকবে যেসব সুযোগ-সুবিধা—
*নির্বাচিত শিক্ষার্থীদের জন্য থাকছে মাসিক উপবৃত্তি
*মেধাবী শিক্ষার্থীদের জন্য থাকছে অতিরিক্ত ভাতা
*রেস্তোরাঁয় খাওয়ার সুবিধা
*আবাসনব্যবস্থা
*মানসম্পন্ন স্বাস্থ্যসেবা গ্রহণসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে।
আবেদনের যোগ্যতা—
*প্রার্থীকে অবশ্যই উত্তম আচরণের মুসলিম হতে হবে
*শারীরিক ও মানসিকভাবে সুস্থতার সনদ থাকতে হবে
*প্রার্থীর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে
*সর্বশেষ ডিগ্রি ও শিক্ষাজীবনের মধ্য পাঁচ বছরের বেশি ব্যবধান থাকা যাবে না
*আবেদনকারী প্রার্থীর বয়স ১৭-২৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের পদ্ধতি—
আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত জানতে ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের দিন- ১৪ জুন, ২০২৫ (বিএস) এবং ৩১ অক্টোবর, ২০২৫ (মাস্টার্স, এইচডি কোর্স)।
আরএইচ/