শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ।। ১২ পৌষ ১৪৩১ ।। ২৬ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
সত্যিকারার্থে দ্বীনি শিক্ষা কওমি মাদরাসাই দিয়ে থাকে: মিলন নাশকতাকারীরা কোনভাবেই দেশপ্রেমিক হতে পারে না: ধর্ম উপদেষ্টা সৌদী দূতাবাসের হিফজুল কুরআন ও হাদিস প্রতিযোগিতার ফাইনাল পর্ব সম্পন্ন আগস্টের বন্যায় ভূমিকার জন্য অ্যাওয়ার্ড পাচ্ছে আস সুন্নাহ ফাউন্ডেশন কচুয়ায় খালুর কাছে ৯ বছরের ভাগ্নি ধর্ষিত, বিদেশে পালানোর সময় গ্রেফতার হাইআতুল উলয়ার নামে বিজ্ঞপ্তি প্রচার, যা জানালো সংস্থাটি খালেদা ও তারেকের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল উত্তরায় সাদপন্থীদের নিষিদ্ধ ও বিচারের দাবি পাকিস্তানের মাওলানা ফজলুর রহমান গুরুতর অসুস্থ ‘সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা’

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং আর নেই। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল ৯২ বছর।

আকস্মিকভাবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় সময় রাত ৮টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। এআইআইএমএস হাসপাতাল থেকে এক বিবৃতিতে জানানো হয়, মনমোহন সিং চেতনাহীন হয়ে পড়েছিলেন এবং হাসপাতালে আনার পর চিকিৎসকদের সকল প্রচেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালের চিকিৎসকরা রাত ৯টা ৫১ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

মনমোহন সিং ১৯৭১ সালে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দেন এবং ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং কংগ্রেস জোটের প্রধানমন্ত্রী হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।

এআইআইএমএস-এ ২০০৯ সালে সফল করোনারি বাইপাস সার্জারি হয়েছিল তার, এবং ২০২১ সালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কিছুদিন হাসপাতালে ছিলেন। পরে তার শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি বাসায় ফিরে যান। চলতি বছরেই তিনি রাজ্যসভা থেকে অবসর নেন।

মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতসহ বিশ্বব্যাপী শোকের ছায়া নেমেছে।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ