সোমবার, ১২ মে ২০২৫ ।। ২৯ বৈশাখ ১৪৩২ ।। ১৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে একত্ববাদ চাইল নেজামে ইসলাম পার্টি বিদেশী তাঁবেদারী মানবে না স্বাধীন বাংলার জনতা: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ কামরাঙ্গীরচর সাহিত্য ফোরামের আহ্বায়ক কাজী সিকান্দার, সদস্য সচিব মাহমুদুল হক জালীস বোর্ডিং সুপার নিয়োগ দেবে ঢালকানগরের মাদরাসা বাইতুল উলুম  আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি বেফাকের পুনঃনিরীক্ষণের ফলাফল কবে, যা জানা গেল তাপপ্রবাহে মসজিদ খোলা রাখার সিদ্ধান্তে আলেমদের মিশ্র প্রতিক্রিয়া কক্সবাজারে আল্লামা নদভী রহ. স্মরণে সেমিনার ২৪ মে গেজেট পেলে আ’লীগের বিষয়ে সিদ্ধান্ত : সিইসি ইসলামী ছাত্র আন্দোলন অফিসে হাসনাত আব্দুল্লাহ, সৌহার্দ্যপূর্ণ বৈঠক

ইন্টেরিমকে পাঁচ ঘণ্টা সময় দিলেন সারজিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বিবেচনা করছে জানিয়ে শুক্রবার (৯ মে) বিবৃতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। আজ সে ব্যাপারে অফিসিয়ালি সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন আসার কথা রয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘আর পাঁচ ঘণ্টা সময় আছে ইন্টেরিম।’

সোমবার (১২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘খুনি আওয়ামী লীগ নিয়ে আজকে অফিসিয়ালি সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন আসার কথা। আর পাঁচ ঘণ্টা সময় আছে ইন্টেরিম।’

এর আগে ৮ মে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত হয় প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনার সামনে। পরের দিন যমুনার পূর্ব পাশে ফোয়ারায় জমায়াতের জন্য মঞ্চ প্রস্তুত করা হয়। তাদের সঙ্গে যোগ দেয় ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দল। তাদের আন্দোলনের মুখে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বিবেচনা করছে সরকার জানিয়ে বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। যেখানে ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে।

সেখানে আরও বলা হয়, আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের বিদেশ গমনের ঘটনায় জনমনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, সে বিষয়েও সরকার অবগত রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে সরকার।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ