জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (৭ মে) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে যোগ দিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্যরা।
দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাফেজ মাওলানা হাসিবুর রহমান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রের চরিত্র বদল থেকে শুরু করে সংবিধান, রাষ্ট্রকাঠামো, জনপ্রশাসন, পুলিশসহ প্রতিটি কমিশনের প্রস্তাবের ওপরে মৌলিক কিছু প্রস্তাব দিয়েছে। বিশেষ করে ক্ষমতার ভারসাম্য তৈরি, নির্বাচন কমিশনকে প্রকৃত অর্থে স্বাধীন করা, জনপ্রশাসনকে উপনিবেশিক ধারাবাহিকতা থেকে বের করে আনার প্রস্তাব করা হয়েছে।
এমএইচ/