শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

‘বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল না করলে কঠোর আন্দোলন’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, বিতর্কিত নারী সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করতে হবে। এ কমিশন সংস্কার কমিশন দেশের বৃহৎ জনগোষ্ঠীর চিন্তা-চেতনা ও আদর্শ পরিপন্থী।  সরকারকে বেকায়দায় ফেলতে এ কমিশন কাজ করছে বলে জনশ্রুতি রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ধর্ম তথা মানবসভ্যতা বিরোধী প্রস্তাবসহ টোটাল নারী কমিশনকে বাতিল করতে হবে এবং অবিলম্বে নারী কমিশন বাতিল না করলে দেশের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলবে।

আজ বুধবার (২৩ এপ্রিল) বিকাল ৫টায় আগামী ২৬ এপ্রিল গণমিছিল সফল করার লক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। 

এতে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আরিফুল ইসলাম, আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ মুহাম্মদ আনওয়ার হোসন, আলহাজ আবদুল আউয়াল মজুমদার, কেএম শরীয়াতুল্লাহ, মুফতি ফরিদুল ইসলাম, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, মুহাম্মদ শফিকুল ইসলাম, গোলামুর রহমান আজম, মুফতি আবদুল আহাদ প্রমুখ। 

নেতৃবৃন্দ আগামী ২৬ এপ্রিল বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ  ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে ভারতে ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলিম নির্মূলের চক্রান্তের প্রতিবাদ এবং ইসলাম ও মাননসভ্যতা বিরোধী নারী কমিশন বাতিলের দাবিতে গণমিছিল সফল করার জন্য ঢাকা মহানগরীর সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ