সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা ‘পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’

মোদিকে প্রভু মনে করে হাসিনা: দুলু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর মোদিকে প্রভু মনে করেন। তিনি সব সময় মোদির সাহায্য প্রার্থনা করে। যার কারণে তিনি ভারতে পালিয়ে গেছে।

শনিবার বিকেলে পন্ডিত গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ফেরাউনের শাসনের কাছে হার মেনেছে হাসিনার শাসন আমল। তিনি দীর্ঘ সাড়ে ১৫ বছর বিএনপির নেতাকর্মীদের হামলা-মামলা, নির্যাতন করেছেন। তাদের অত্যাচারে কেউ বাড়িতে থাকতে পারেনি। আওয়ামী লীগের পাপের সাজা আল্লাহ তাদের দিয়েছেন। এখন কেউ আর দেশে নেই, সবাই ভারতে পালিয়ে গেছে।

দুলু আরও বলেন, জনগণের আন্দোলনের মুখে যত ক্ষমতাবানদের পতন হয়েছে, তারা দ্বিতীয়বার আর ক্ষমতায় আসতে পারেনি। এটা পৃথিবীর ইতিহাসে কখনো দেখিনি। এ আওয়ামী লীগ কখনো আর ক্ষমতায় আসতে পারবে না। দেশের মানুষের ওপর তারা যে অত্যাচার, নির্যাতন চালিয়েছে- দেশের মানুষ তাদের আর চায় না। যার কারণে দেশ থেকে তারা পালিয়েছে ভারতে।

ছাতনী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন মোল্লার সভাপতিত্বে বক্তব্যে দেন- নাটোর জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যাপারী, ছাত্রলীগ সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ ছিলেন- দুলুর কন্যা ব্যারিস্ট্রার তাসনুভা তাবানুভা রাত্রী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ