শনিবার, ২৪ মে ২০২৫ ।। ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৬ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের ও শামীম ওসমানের বিরুদ্ধে হত্যা মামলা 'ধরা পড়লে বলবা আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম, বিএসএফ তাড়া দেয়ায় আবার চলে আসছি' ‘একটি মশা আনো’- শব্দের পেছনে গা শিউরে ওঠার মতো বর্বরতা দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার আগামীকাল ড. ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক মায়ের চোখের সামনে ট্রাক চাপায় শিশুর মৃত্যু ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোকে শিশির মনিরের ১০ পরামর্শ ঝিনাইদহে ছাত্রশিবিরের কুরআন পাঠ প্রতিযোগিতা নোয়াখালীতে আন-নূর হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

‘কোটাবিরোধী আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার সুযোগ নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই

কোটাবিরোধী আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

চরমোনাই পীর সাহেব বলেন, ‘দেশ অশ্চিয়তার দিকে ধাবিত হচ্ছে। কোটাবিরোধী আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার সুযোগ নেই। কোটা আন্দোলনকারীদের ন্যায্য দাবি মেনে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।’

সিরাজগঞ্জ পৌর মুক্ত মঞ্চে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলনের আমীর চরমোনাই পীর।

ইসলামী আন্দোলন আমীর আরও বলেন, ‘বর্তমান সরকার সবকিছু করতে পারে ভারতের জন্য। এ জন্য তারা ১০ দফা গোলামি চুক্তি স্বাক্ষর করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে দেশকে। কিন্তু সরকারকে মনে রাখতে হবে, দেশপ্রেমিক জনতা জেগে উঠলে এদেশে তাঁবেদার সরকার টিকে থাকতে পারবে না।’

সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল আমিন আল হুসাইনির পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুফতি শেখ মুহাম্মাদ নুরুন নাবী, ইসলামী আন্দোলন সিরাজগঞ্জ জেলা সভাপতি মুফতী মুহিব্বুল্লাহ প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ