শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

গাজায় গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক হরতালের সঙ্গে একাত্মতা ও অংশগ্রহণের আহ্বান বেফাকের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহি নীর চলমান গণহত্যার প্রতিবাদে ডাকা বৈশ্বিক হরতালের সঙ্গে একাত্মতা এবং এতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ । 

রোববার (৬ এপ্রিল) রাতে বেফাকের সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান, সিনিয়র সহসভাপতি আল্লামা সাজিদুর রহমান ও মহাসচিব আল্লামা মাহফুজুল হক এক বিবৃতিতে এই আহ্বান জানান। 

বিবৃতিতে বেফাক নেতৃবৃন্দ আগামীকাল সোমবার সারা বিশ্বের মুসলমানদের বৈশ্বিক হরতালের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। বাংলাদেশের সর্বস্তরের মুসলমানকে এর সঙ্গে একাত্মতা প্রকাশ এবং অংশগ্রহণের আহ্বান জানান। 

বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী প্রেরিত  বিবৃতিতে তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল বাহিনী যে বর্বরতা চালাচ্ছে তা পৃথিবীর সমস্ত নৃশংসতার সীমা ছাড়িয়েছে। বিশ্ব বিবেক যেন গণহত্যাকারী জায়োনিস্ট ইসরায়েলের কাছে জিম্মি হয়ে পড়েছে। আমেরিকার প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় অব্যাহতভাবে ফিলিস্তিনের মজলুম জনগণের ওপর বছরের পর বছর দখলবাজি ও বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া অবৈধ রাষ্ট্রটি।
 
বেফাক নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণকে সর্বোচ্চ প্রতিবাদ জানাতে আহ্বান জানান। তারা গোটা মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার ডাক দেন।

এসএকে/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ