শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

ঈদ ও রোজা; এটাই ভালো লাগে 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা উবায়দুর রহমান খান নদভী

সউদি আরবসহ অনেক দেশ ২৯ রোজা করে রোববার ঈদ পালন করছে। আবার মধ্যপ্রাচ্যেই মিসর, ওমান এবং আরো কিছু দেশ নিকট দেশের খবরের ওপর নির্ভর না করে নিজেদের দেখা বা দিন গণনা পূর্ণ হওয়ার ওপর নির্ভর করে ৩০ রোজা পুরা করে সোমবার ঈদের দিন ঘোষণা করেছে।

নিজের দেশের দিগন্তে চাঁদ দেখে আমেরিকা, ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনাই রোববার ঈদ করছে। এতে ২৯ বা ৩০ রোজা হওয়ার মাধ্যমে সারা পৃথিবীতে দুটি দিনে ঈদুল ফিতর উদ্যাপিত হবে ইনশাআল্লাহ। 

প্রাকৃতিক নিয়মে খোলা চোখে নিজের দিগন্তে নতুন চাঁদ দেখে রোজা রাখা এবং রোজা শেষ করার যে বিধান, সেটাই ভালো মনে হয়। এক্ষেত্রে নিজের দেশ বা অঞ্চলের আওতা প্রকৃত মুসলিম শাসক বা শরীয়তি কর্তৃপক্ষই নির্ধারণ করতে সক্ষম।  

এর বাইরে প্রাযুক্তিক উপায়ে বা মান মন্দিরীয় যন্ত্রী অংকে কিংবা বিজ্ঞানের হিসাবে চাঁদের জন্ম সময় ধরে নিয়ে, নিজেদের দিগন্তে চাঁদ দেখা না দেখার পরোয়া না করে ঈদের এলান দেওয়ার নিয়মে মনে তৃপ্তি আসে না। 

কোনো দেশের তারিখের পিছনে অন্ধ ইক্তিদা না করে, নিজের দিগন্তে ২৯ তারিখে চাঁদ দেখা, সময় মতো দেখা না গেলে বা আকাশ আচ্ছন্ন থাকলে ৩০ দিন পূর্ণ করার যে আচরিত সুন্নত পন্থা যুগ যুগ ধরে আমরা অনুসরণ করে এসেছি। আমাদের কাছে এটাই ভালো লাগে।

লেখক : প্রধান পরিচালক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ