শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

সমমনাদের নিয়ে ইসলামী আন্দোলনের সংলাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাষ্ট্র কাঠামো সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সংলাপ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 
বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংলাপ শুরু হয়ে চলে এক ঘণ্টার বেশি সময়। এতে বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস অংশ নেয়। 
সংলাপে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। 
নেতাদের মধ্যে অংশ নেন- মাওলানা মামুনুল হক, আমির, বাংলাদেশ খেলাফত মজলিস; মাওলানা আব্দুল রব ইউসুফী, সহ-সভাপতি, জমিয়তে ইসলামের ওলামায়ে ইসলাম বাংলাদেশ; ড. আহমদ আব্দুল কাদের, সেক্রেটারি জেনারেল, খেলাফত মজলিস; মাওলানা মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ; মাওলানা আব্দুল মাজেদ আতহারি, সহ-সভাপতি, নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ; মাওলানা ইউনুস আহমদ,
মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ; মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মহাসচিব জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ; মাওলানা জালাল উদ্দীন আহমদ, মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস; মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ; মাওলানা মুসা বিন ইজহার; মহাসচিব, নেজামে ইসলাম পার্টি বাংলাদেশ; মাওলানা নাজমুল হাসান কাসেমী, সাংগঠনিক সম্পাদক, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ; মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া,
সিনিয়র যুগ্ম মহাসচিব, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ; মাওলানা আহমদ আলী কাসেমী, নায়েবে আমির, খেলাফত মজলিস; মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, সহ-সভাপতি, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ; মাওলানা আতাউল্লাহ আমীন, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস; মাওলানা তাফাজ্জুল হক আজিজ, যুগ্ম মহাসিচব, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ; অধ্যাপক মাহবুবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ; মাওলানা সাখাওয়াত হুসাইন, নায়েবে আমির, খেলাফত মজলিস; অধ্যাপক আব্দুল জলিল, যুগ্ম মহাসচিব, খেলাফত মজলিস; অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসেন; যুগ্ম মহাসচিব, খেলাফত মজলিস; হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ; মাওলানা আলী হাসান উসামা, ওলামা বিষয়ক সম্পাদক, খেলাফত মজলিস; মুফতি রেজাউল করীম আবরার, সাধারণ সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, মাওলানা তোফাজ্জল হোসাইন, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিস।ভ 
এছাড়া দুপুর ২টায় গণঅধিকার পরিষদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ