শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

শহিদ আবু সাঈদের ভাস্কর্য চান না তার পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম 

শহিদ আবু সাঈদের ভাই জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের মাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় জানান, “আমরা আবু সাঈদের ভাস্কর্য, মূর্তি বা মূরাল না করতে স্টেটমেন্ট দিয়েছি। আবু সাঈদ এই সংগ্রামের অনুপ্রেরণা হিসাবে বেঁচে থাকুক বিধিসম্মতভাবে। আমরা মুসলিম, ইসলামে বিধিসম্মত না এমনকিছু আমরা চাই না।” 

আবু সাঈদের ভাই আরও বলেন, স্মৃতি ধরে রাখার জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের হল বা রাস্তাঘাটের নামকরণ করা যেতে পারে। কিন্তু, আমরা তার নামে কোন ভাস্কর্য, মূর্তি বা প্রতিকৃতি চাই না। মিডিয়ায় জানতে পারলাম যে, মঙ্গল শোভাযাত্রায় আবু সাঈদের ভাস্কর্য বা প্রতিকৃতি তৈরি করা হবে। আবু সাঈদ বেঁচে থাকা অবস্থায় হুতুম পেঁচা নিয়ে মঙ্গলশোভাযাত্রা করার সমালোচনা করে পোস্ট দিয়েছিলো। এক্ষেত্রে আমাদেরও একান্ত চাওয়া আপনারা যদি আবু সাঈদকে ধরে রাখতে চান, সেটা এমন ভালো কাজের মাধ্যমে ধরে রাখুন যেটা পরকালীন জীবনে কিছুটা হলেও উপকারী হয়, সওয়াব পাওয়া যায় - সেটা করুন। ভাস্কর্য বা প্রতিকৃতি, যেটা মঙ্গলশোভাযায় করার কথা, সেটা আমরা পরিবারের পক্ষ থেকে চাই না।"

জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের মুখপাত্র সৈয়ব আহমেদ সিয়াম বলেন, "আন্দোলনে একজন হিন্দু মারা গেলে, আমরা কি কখনো তার স্মরণে গরু জবাই করি? বা তার নামে মিলাদ-মাহফিল করি? করি না কারণ এটা তার ধর্মের সাথে সাংঘর্ষিক। তো যেই আবু সাইদ এবং তার পরিবার স্পষ্টভাবে মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে, সেখানে আবু সাইদের নামে মূর্তি বানানো ধর্মের সাথে সাংঘর্ষিক কাজ। আমরা এমন কাজ না করে আবু সাঈদের জন্য সাদকায়ে জারিয়ামূলক কোনো নেক কাজ করার আহবান জানাবো।"

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ