শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

ইমাম-মুয়াজ্জিনদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সুখবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন থেকে সুদমুক্ত ক্ষুদ্রঋণ সহায়তা দেওয়া হচ্ছে ইমাম ও মুয়াজ্জিনদের। যারা ধর্ম মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন, তাদের জন্য এই সহায়তা প্রদান করা হচ্ছে।

সোমবার (২৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে ধর্ম মন্ত্রণালয় জানায়, ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে চলমান এই প্রোগ্রামের আওতায় ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হচ্ছে। এছাড়া, আর্থিকভাবে অসচ্ছল ইমাম-মুয়াজ্জিনদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে সারাদেশে মোট ৬০০ জন ইমাম ও মুয়াজ্জিনকে এক কোটি ৮০ লাখ টাকার সুদমুক্ত ঋণ প্রদান করা হয়েছে। একই সময়কালে ৪ হাজার ৬২০ জন ইমাম-মুয়াজ্জিনকে দুই কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে। এর মধ্যে ঢাকা জেলার ২৯৫ জন ইমাম-মুয়াজ্জিনকে ১৪ লাখ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে এবং বাকি টাকা নির্বাচিতদের মাঝে বিতরণ করা হচ্ছে।

এছাড়া, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মারাত্মক দুর্ঘটনা, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধি অথবা আকস্মিক মৃত্যুর কারণে অক্ষম হয়ে পড়লে তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ২০০১ সালে প্রতিষ্ঠিত এই ট্রাস্টটি মেধাবী সন্তানদের শিক্ষার জন্যও সহায়তা দিয়ে থাকে।

এমএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ