শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

‘স্বকীয়তা বহাল রেখে সনদের কার্যকর মূল্যায়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আবিদ শাকির

স্বকীয়তা বহাল রেখে দাওরায়ে হাদীসের সনদের কার্যকর মূল্যায়নে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে, শায়খুল হাদীস পরিষদের গোলটেবিল বৈঠকে বক্তাদের আলোচনায় এমন প্রস্তাবনা উঠে এসেছে। 

গতকাল (শুক্রবার, ২১ মার্চ) ‘শায়খুল হাদীস পরিষদে’র উদ্যোগে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, তরুণ আলেম ও ছাত্রনেতৃবৃন্দ নিয়ে ‘দাওরায়ে হাদীস সনদের কার্যকর মূল্যায়ন: সমকালীন ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই বৈঠকটি হয়।

গোলটেবিল বৈঠকের সভাপতিত্ব করেন মাওলানা তাফাজ্জুল হক আজিজ। সঞ্চালনা করেন শায়খুল হাদীস পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ ও সহসাধারণ সম্পাদক মাওলানা এহসানুল হক।

গোলটেবিল বৈঠকে আলোচনায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, আজকের গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তরুণ আলেম ও ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্বসহ শুনেছি। এগুলো দেশের শীর্ষস্থানীয় আলেমদের নেতৃত্বাধীন গুরুত্বপূর্ণ ফোরামে তুলে ধরার চেষ্টা করবো। তিনি এ সময় সবাইকে দাওরায়ে হাদীসের সনদ বিষয়ে বক্তব্যের ক্ষেত্রে শব্দচয়নেও সতর্ক থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথির আলোচনায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বিভিন্ন আলিয়া মাদরাসা কলেজে পরিণত হওয়ার কথা উল্লেখ করে সতর্কভাবে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, স্বকীয়তা না সুবিধা। আমরা অবশ্যই শুধু সুবিধা গ্রহণকারী হব না; বরং আমরা স্বকীয়তা বহাল রেখে দীনি দায়িত্ব পালনের আরও বেশি স্পেস চাই। এ ব্যাপারে আমরা উদ্যোগী হতে চাই। বলিষ্ঠ ভূমিকা রাখতে চাই। আমরা আশাবাদী, সকলের মতামত মূল্যায়ন করে ঐক্যবদ্ধ উদ্যোগ নিলে সরকার স্বকীয়তা বহাল রেখে দাওরায়ে হাদীসের সনদের কার্যকরী মূল্যায়ন বাস্তবায়ন করবে।

গোলটেবিল বৈঠকে আরও আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, বিশিষ্ট আলেমে দীন মাওলানা রুহুল আমীন সাদী, মাওলানা লুৎফুর রহমান ফরায়েজি, ইসলামী লেখক ফোরামের সভাপতি মাওলানা মুনিরুল ইসলাম, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি রায়হান আলী, ইসলামী ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মেশকাতুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকি, বিশিষ্ট আলেম মাওলানা ইমরানুল বারী সিরাজি, মাওলানা ইফতেখার জামিল, শায়খুল হাদীস পরিষদের সহসভাপতি মাওলানা ফয়সাল আহমাদ, নির্বাহী সদস্য মাওলানা শামসুল আলম, মাওলানা আল আবিদ শাকির, মাওলানা মাসনুন মুহিব্বুল্লাহ, খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসাইন, বিশিষ্ট আলেম মাওলানা জামিল সিদ্দিকি প্রমুখ। 

প্রচার সম্পাদক, শায়খুল হাদীস পরিষদ

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ