শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

জাতীয় ঐকমত্য কমিশনে মতামত দিল জামায়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে নিজেদের মতামত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ মতামতে দলটি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছে।

ঐকমত্য কমিশনের কাছে স্প্রেডশিটে মতামত জমা দেওয়ার পর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের এ তথ্য জানান।

জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে মতামত জমা দেয় জামায়াতে ইমলামী।

পরে মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেন, সংস্কার কমিশনগুলোর দেওয়া সুপারিশগুলো নিয়ে দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে তাঁরা দফায় দফায় আলোচনা করে লিখিত মতামত জানিয়েছেন।

নির্বাচন নিরপেক্ষ করার ব্যাপারে জামায়াতে ইসলামী বেশ কিছু প্রস্তাব দিয়েছে বলে জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, প্রস্তাবে তাঁরা বলেছেন, নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। দ্বিকক্ষবিশিষ্ট সংসদের বিষয়ে তাঁরা একমত প্রকাশ করেছেন। তবে এ ক্ষেত্রে তাঁদের কিছু বক্তব্য আছে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের বলেন, কমিশনের ওপর কোনো চাপ নেই। বিএনপির পক্ষ থেকে কমিশনকে জানানো হয়েছে, তারা আগামী দু-এক দিনের মধ্যে মতামত জানাবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে কবে আলোচনা হবে—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, দলটির সঙ্গে আগামী দু-তিন দিনে বৈঠক হচ্ছে না। দলটির মতামত পাওয়া গেলে ঈদের পর থেকে অন্য যেসব দলের সঙ্গে তাঁরা আলোচনা করবেন, তার মধ্যে এনসিপিও থাকবে।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ