রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’ হজের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সময়ের আলোর আয়োজনে গোলটেবিল সিরাজগঞ্জের চার আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা জিলকদের চাঁদ দেখতে কাল বসবে কমিটি পরীক্ষা শেষে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ধানমন্ডি থেকে গ্রেফতার ইসলামী শক্তির ঐক্যের ডাক : ৩ মে ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে ইসলামী আন্দোলনের  বৈঠক

জুলাই বিপ্লবের কৃতিত্ব সবার: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই বিপ্লব নিয়ে কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় বেশ বিতর্ক চলছে। এই বিপ্লবের কৃতিত্ব এক পক্ষ বা এক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ করে বিভিন্ন আলোচনা হচ্ছে। এ নিয়ে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই বিপ্লবের কৃতিত্ব নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন। তিনি এই পোস্টে ১৯৭১ সালের স্বাধীনতার মতো জুলাই বিপ্লবও একদিনে হয়নি বলে উল্লেখ করেছেন। আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টটি দেন তিনি।

মির্জা ফখরুল তার পোস্টে লিখেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা অর্জন একদিনের ঘটনা ছিল না। অনেক মানুষের ত্যাগ, যুদ্ধ, প্রাণহানি এবং সংগ্রামের ফলস্বরূপ আমরা স্বাধীনতা অর্জন করেছি।’ তিনি একইভাবে জুলাই বিপ্লবের ক্ষেত্রে কৃতিত্বের অধিকারী হিসেবে সবার ভূমিকা তুলে ধরেন, বিশেষ করে ছাত্র, সাধারণ মানুষ, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক, এবং দেশের সব শ্রেণির মানুষকে সম্মান জানান।

তিনি আরও বলেন, "হাসিনা সরকারের পতনও একদিনে হয়নি। এর পিছনে রয়েছে বহু বছরের সংগ্রাম এবং ত্যাগ। হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে, আহত হয়েছে, এবং মুক্তির জন্য সংগ্রাম করেছে।" এর ফলস্বরূপ,২০২৪ সালে ৫ আগস্ট হাসিনা পালিয়ে গিয়েছিলেন। এই কৃতিত্ব সবার।

মির্জা ফখরুল তার দলের অবস্থান পরিষ্কার করে বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের পাশে ছিল এবং থাকবে।’ তিনি বাংলাদেশের ভবিষ্যত পুনর্গঠনে দলটির দৃঢ় মনোভাব ব্যক্ত করেন এবং সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

শেষে, তিনি লিখেন, ‘চলুন, আমাদের এই ইতিহাসটি দৃঢ়তা, সততা এবং সত্যের সঙ্গে লিখি। এখন, আমাদের দেশের পুনর্গঠনের দিকে মনোনিবেশ করি। সবার আগে বাংলাদেশ ! বাংলাদেশ জিন্দাবাদ!’

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ