বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

‘গত ১৫ বছরে রাজনৈতিক পরিচয়ে পুলিশে ৮০ হাজার নিয়োগ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতে ৮০ হাজারের বেশি পুলিশ সদস্য নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) এস এম সাজ্জাত আলী।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শেখ সাজ্জাত আলী। এসময় তিনি দাবি করেন, নিউ ইয়র্কের চেয়ে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। যদিও সম্প্রতি ঢাকায় ছিনতাইয়ের ঘটনা বেড়েছে বলেও জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, গত ১৫ বছরে যে নিয়োগ করা হয়েছে তাতে নানাভাবে যাচাই বাছাই করা হয়েছে এটা জানার জন্য যে প্রার্থী কোন দলের, তার বাবা-দাদা কোন দলের লোক, তার আরও পূর্বপুরুষেরা কোন দলের লোক এগুলো পর্যন্ত খবর নেওয়া হয়েছে। এভাবে দুই লাখ সদস্যের মধ্যে প্রায় ৮০ থেকে ৯০ হাজার জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এখন আমরা এই ৮০ থেকে ৯০ হাজার পুলিশ সদস্যকে বাড়ি চলে যেতে বলতে পারি না, বলেন তিনি।

কমিশনার বলেন, ছাত্র আন্দোলনের সময় পেশাগত দায়িত্বের বাইরে যারা কাজ করেছে তাদের অনেকেই পালিয়ে গেছে এবং পুলিশ তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

গণ-অভ্যুত্থানকেন্দ্রিক মামলায় গণআসামি থাকলেও সবাইকে গ্রেফতার করা হবে না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, যেসব বাদী বা পুলিশ মামলা বাণিজ্য করছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলাসহ ব্যবস্থা নেওয়া হবে।

জিডি হলে ১ থেকে ২ ঘন্টার মধ্যে তা তদন্ত শুরুরও নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ