মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


সমাবেশের অনুমতি চেয়ে ইসিতে আওয়ামী লীগের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সমাবেশ করার অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।  

আজ রবিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার বরাবর পাঠানো চিঠিতে বলা হয়, ‘আগামী ১০ ডিসেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন রাস্তায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করবেন। উক্ত সমাবেশের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি।’

 এর আগে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, সমাবেশ করতে হলে আওয়ামী লীগকে নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি নিতে হবে।

এমএইচ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ