শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার খেলাফত আন্দোলনের নতুন আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী পটিয়ার সাবেক সিনিয়র দুই উস্তাদের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে : জমিয়ত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : ইন্টারনেট

 দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চরমভাবে ব্যর্থ। দুর্নীতি ও ঘুষ বানিজ্যে ছেয় গেছে পুরো দেশ। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সরকারকে অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।

আজ রাজধানীর বক্স কালভার্ট রোডে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশে সভাপতির বক্তব্যে দলের সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীন এ সব কথা বলেছেন। 


দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, আমাদের পূর্বপুরুষেরাই এই উপমহাদেশকে ইংরেজদের দখল থেকে উদ্ধার করেছেন। 


সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের গণদাবি উপেক্ষা করার অর্থই হচ্ছে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া।

দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, জনমতের তোয়াক্কা না করে আবারো একতরফা নির্বাচনের চেষ্টা করা হলে তা এ দেশের জনগণ মেনে নিবে না।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন ও সহসাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দীন খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মহাসমাবেশে আরো বক্তব্য রাখেন- জমিয়তের সহসভাপতি মাওলানাআব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা জোনায়েদ আল হাবীব, সাবেক সাংসদ এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা তাফাজ্জুর হক আজিজ,  সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্মমহাসচিব মুফতি মাসউদুল করীম,শায়খ আতাউর রহমান কোম্পানিগঞ্জী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা খলীলুর রহমান,  সহকারী মহাসচিব মাওলানা জামিল আহমদ আনসারী,  মাওলানা জিয়াউল হক কাসেমী,  সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আফজাল হোসাইন রহমানী, মাওলানা শাহজালাল, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমী,মুন্সিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ও  সহকারী মহাসচিব  সম্পাদক মাওলানা বশীর আহমদ,সুনাসগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী,সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল জলীল ইউসূফী,মাওলানা শামসুল ইসলাম জিলানী,সহকারী প্রচার সম্পাদক মাওলানা নুর মোহাম্মদ কাসেমী, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী,আইন বিষয়ক সম্পাদক মাওলানা তাজুল ইসলাম আশরাফী, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান,দফতর সম্পাদক মাওলানা আব্দুল গফ্ফার ছয়ঘরী ,যুব বিষয়ক সম্পাদক মুফতি বশীরুল হাসান খাদিমানী,ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম, মৌলভী বাজার জেলা সভাপতি মাওলানা বদরুল ইসলাম, বিবাড়িয়া জেলা সহ-সভাপতি মাওলানা গাজী ইয়াকুব উসমানী,হবিগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা মুখলিসুর রহমান,সাধারণ সম্পাদক মাওলানা ছিদ্দীকুর রহমান চৌধুরী, টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক মাওলানা শরীফুল ইসলাম,শায়খে বিশ্বনাথী রহ.এর সাহেবজাদা মাওলানা ফখরুল ইসলাম,শায়খে ইমামবাড়ীর সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ,যুব জমিয়ত বাংলাদেশের সাবেক সিনিয়র সহসভাপতি মাওলানা আখতারুজ্জামান তালুকদার,নেত্রকোনা প্রতিনিধি মাওলানা রুহুল আমীন নগরী, ময়মনসিংহের প্রতিনিধি মাওলানা খায়রুল ইসলাম মন্ডল, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি রেদওয়ান মাজহারী, সাধারণ সম্পাদক কাওছার আহমদ প্রমুখ।

হুআ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ