রবিবার, ১১ মে ২০২৫ ।। ২৭ বৈশাখ ১৪৩২ ।। ১৩ জিলকদ ১৪৪৬


ডিজিটাল মিডিয়া ও এআই সম্পর্কে সতর্ক করলেন শায়খ সুদাইস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিনিধি

বর্তমানে ডিজিটাল মিডিয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে সমাজে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সে সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয় বিষয়ক প্রশাসনের প্রধান শেখ ড. আব্দুর রহমান আস-সুদাইস। সামাজিক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে তিনি সবধরনের বিভ্রান্তি থেকে বিশ্ব মুসলিমকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। 

শুক্রবার (৯ মে) পবিত্র মসজিদুল হারামে জুমার খুতবায় তিনি এই আহ্বান জানান। শায়খ সুদাইস দীর্ঘদিন পর মসজিদে হারামে খুতবা দেন। 

শায়খ সুদাইস খুতবায় বলেন, একটি অস্থির ও অন্ধকারময় সময়ে যখন ঘটনাবলি দ্রুতগতিতে ঘটছে এবং সংকট একের পর এক গভীর থেকে গভীরতর হচ্ছে, তখন সামাজিক নিরাপত্তা এক গুরুত্বপূর্ণ প্রয়োজন ও জরুরি অগ্রাধিকার হিসেবে আবির্ভূত হয়েছে। এটি শান্তি, সভ্যতা এবং সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম রিজিক চাওয়ার আগেই নিরাপত্তার জন্য প্রার্থনা করেছিলেন। কুরআনে বলা হয়েছে: ‘হে আমার রব! এই নগরীকে নিরাপদ করুন এবং এর অধিবাসীদের ফলমূল দ্বারা রিজিক দিন।’ (সুরা আল-বাকারা: ১২৬) 

তিনি নিরাপত্তাকে জীবনের মৌলিক প্রয়োজন হিসেবে খাদ্যের চেয়েও অগ্রাধিকার দিয়েছেন। কারণ নিরাপত্তা না থাকলে জীবনের অন্য কোনো দিকই সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমাদের মধ্যে যার ঘুম ভাঙে নিরাপদে নিজ গৃহে, সুস্থ দেহে এবং তার এক দিনের রিজিক থাকে—তাকে যেন পুরো দুনিয়া দেওয়া হয়েছে। (তিরমিজি) 

ইসলামি শরিয়াহ নিরাপত্তা ও শান্তি অর্জনের জন্য একটি সমন্বিত ও বিস্তৃত পন্থা নিয়ে এসেছে। এতে রয়েছে ঈমান, তাওহিদ, মধ্যপন্থা ও ভারসাম্য। শরিয়াহ চরমপন্থা ও অবহেলার বিরুদ্ধে হুঁশিয়ার করেছে। এর মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা, ঐক্য, নৈতিকতা ও বিধি-বিধানের সংরক্ষণকে উৎসাহিত করা হয়েছে।

নিরাপত্তা একটি বৈশ্বিক মানবিক চাহিদা, যা প্রতিটি জাতি ও মানুষ চায়। তবে এটি অর্জিত হয় তখনই, যখন সমাজ আল্লাহর বিধানের অনুসরণ, জ্ঞানী নেতৃত্ব এবং সুপ্রতিষ্ঠিত আইন মেনে চলে। একটি নিরাপদ রাষ্ট্রে মানুষ শান্তি ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে।

এর মধ্যে বুদ্ধিবৃত্তিক নিরাপত্তা (ইন্টেলেকচুয়াল সিকিউরিটি) সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানসিক নিরাপত্তা মানে হলো—চিন্তা ও বিশ্বাসকে ভ্রান্ত মতবাদ, বিভ্রান্তিকর আদর্শ এবং দুরভিসন্ধিমূলক প্রভাব থেকে রক্ষা করা। বর্তমান যুগে এই নিরাপত্তা বিশেষভাবে জরুরি, বিশেষ করে ডিজিটাল মিডিয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তির প্রেক্ষাপটে।

খুতবায় হুঁশিয়ার করা হয়- সাইবার অপরাধ, ভুয়া তথ্য ও প্রতারণামূলক হজ কার্যক্রম সম্পর্কে। জনগণকে আহ্বান জানানো হয়—তারা যেন নিরাপত্তা সংস্থার সঙ্গে সহযোগিতা করে এবং সন্দেহজনক কিছু দেখলে প্রত্যাহারযোগ্যভাবে রিপোর্ট করে। কারণ, সামাজিক সচেতনতা হলো প্রথম প্রতিরক্ষা লাইন।

তিনি মুসলিমদের মধ্যে ঐক্য ও সংহতির ওপর জোর দিয়েছেন, বিশেষ করে বর্তমান বৈশ্বিক সংকট ও অস্থিতিশীলতার প্রেক্ষিতে। তিনি তরুণদের আহ্বান করেছেন—তারা যেন ধ্বংসাত্মক প্রভাবের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ায় এবং মুসলিম উম্মাহর উচ্চ মূল্যবোধ ও পরিচয় অক্ষুণ্ন রাখে।

অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে শক্ত ও বিচক্ষণ প্রতিক্রিয়া জানানোর প্রয়োজনীয়তা তুলে ধরে খতিব বলেন, বিশেষ করে যারা মিথ্যা ভিডিও তৈরি করে, বিদ্রোহে উস্কানি দেয়, মিথ্যা প্রচার করে ও প্রতারণা করে—তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এ ধরনের কাজ সমাজের ঐক্যকে বিপন্ন করে এবং তীব্রভাবে দমনযোগ্য অপরাধ।

খুতবার শেষাংশে শায়খ সুদাইস আল্লাহর প্রশংসা করেন এই ভূমিতে (হারামাইন শরিফাইন) নিরাপত্তার মহান নেয়ামতের জন্য এবং কুরআনের আয়াত স্মরণ করিয়ে দেন: ‘তারা কি দেখে না যে, আমি (মক্কা শহরকে) নিরাপদ আশ্রয়স্থল বানিয়েছি, অথচ তাদের চারপাশ থেকে মানুষ ধরে নিয়ে যাওয়া হচ্ছে?’ (সুরা আল আনকাবুত: ৬৭) 

শেষে তিনি স্মরণ করিয়ে দেন—নিরাপত্তা রক্ষা করা একটি সম্মিলিত দায়িত্ব এবং এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক আদেশ।

হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, হে আল্লাহর বান্দা, পবিত্র ঘরের তীর্থযাত্রীরা, এই মহান ইসলামি সম্মিলন আমাদের ইসলামি ঐক্যের গুরুত্ব এবং বিপদ ও চ্যালেঞ্জের মুখে একসাথে রোজা রাখার কথা মনে করিয়ে দেয়, বিশেষ করে আমাদের নিপীড়িত ভাইদের দুঃখজনক ঘটনা এবং আহত প্রিয়জনদের প্রিয় প্যালেস্টাইন এবং বরকতময় আল আকসা মসজিদে। তাদের প্রার্থনায় ভুলে যাবেন না। আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন তাদের কষ্ট দূর করে দেন এবং তাদের শত্রু ও তাঁর শত্রুর বিরুদ্ধে তাদের বিজয় দান করেন।

[খুতবাটি ফেসবুকের ‘ইনসাইড দ্য হারামাইন’ পেজ থেকে অনূদিত]

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ