শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর! পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ বোমা হামলা

ভারত সরকারের পাশে থাকার বার্তা মাওলানা বদরুদ্দিন আজমলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের সভাপতি বদরুদ্দিন আজমল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাশ্মীরে পেহেলগামে হওয়া জঙ্গি হামলার বিষয়ে তার দলের বিধায়ক আমিনুল ইসলামের মন্তব্যের নিন্দা করেছেন। এই ঘটনার পর বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ, কারণ তিনি ওই হামলা নিয়ে এমন মন্তব্য করেছিলেন, যেটি সমাজে উত্তেজনা ছড়াতে পারত বলে মনে করা হচ্ছে।

বদরুদ্দিন আজমল স্পষ্টভাবে জানান, এই মন্তব্য তার দলের নয়, বরং আমিনুল ইসলামের নিজস্ব মতামত। তিনি বলেন, এই ধরনের মন্তব্য খুবই দুর্ভাগ্যজনক এবং এই সময়ে সবাইকে একজোট হয়ে ভারত সরকারের পাশে দাঁড়ানো উচিত। তাঁর ভাষায়, সন্ত্রাসবাদের কোনো ধর্ম থাকে না, আর যারা সন্ত্রাসের মাধ্যমে কাজ করছে, তারা ইসলাম এবং মুসলিম সমাজকে বদনাম করছে।

দলীয় অফিস থেকে প্রকাশিত একটি ভিডিওতে আজমল বলেন: আমি বদরুদ্দিন আজমল, AIUDF-এর সভাপতি। আমি জানতে পেরেছি, হাজি আমিনুল ইসলাম পাহালগামের ঘটনাকে ঘিরে যে মন্তব্য করেছিলেন, তার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। আমি সেই মন্তব্য শুনেছি এবং আগেই বলেছি, এটা খুবই দুঃখজনক। এই মুহূর্তে আমাদের সবাইকে ভারত সরকারের পাশে থাকতে হবে। একজন জঙ্গি মানেই জঙ্গি, তার কোনো জাত বা ধর্ম নেই। যারা সন্ত্রাসবাদী কার্যকলাপের মাধ্যমে ইসলাম ও মুসলমানদের বদনাম করছে, তাদের আমরা সমর্থন করি না। আমিনুল যা বলেছেন, সেটা তার ব্যক্তিগত মতামত—এটা দলের মত নয়।

আসাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আমিনুল ইসলামের ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং তার ফলে সমাজে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়। তাই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে নগাঁও থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ