শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

কাশ্মীরিদের শত্রু হিসেবে না দেখার আহ্বান মুখ্যমন্ত্রী আব্দুল্লাহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পহেলগামে সাম্প্রতিক ভয়াবহ হামলার পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী আব্দুল্লাহ গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং কাশ্মীরিদের প্রতি বিদ্বেষ না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। হামলায় নিহত ২৫ জন পর্যটকের মৃত্যুতে শোক প্রকাশ করে তিনি বলেন, “তাঁরা এখানে অবকাশ যাপন করতে এসেছিলেন, কিন্তু আমাদের মাটিতে এমন মর্মান্তিক ঘটনার শিকার হলেন।”

আব্দুল্লাহ ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে বলেন, “কাশ্মীরের মানুষ এই হামলার সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছে। এই হামলা আমাদের জন্য ছিল না। আমরা এটাতে জড়িত নই।”

তিনি আরও বলেন, “অনুগ্রহ করে কাশ্মীরিদের শত্রু মনে করবেন না। আমরা এই ঘটনার জন্য দায়ী নই। গত ৩৫ বছর ধরে আমরাও অনেক কষ্ট ভোগ করেছি।”

মুখ্যমন্ত্রী কাশ্মীরের সেই সাহসী বাসিন্দার ভূয়সী প্রশংসা করেন, যিনি জীবন উৎসর্গ করে অন্যদের রক্ষা করেছেন। একইসঙ্গে তিনি ধন্যবাদ জানান সাধারণ মানুষদের, যারা হামলার পর রাস্তায় নেমে এর প্রতিবাদ জানিয়েছেন এবং হামলাটিকে নিন্দা করেছেন।

আব্দুল্লাহর এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন কাশ্মীরের সাধারণ মানুষ হামলার দায়ে বারবার সন্দেহের চোখে পড়ছেন এবং আস্থার সংকটে ভুগছেন। মুখ্যমন্ত্রীর এই আহ্বান কাশ্মীর ও বাকি ভারতের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ