রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
‘পাকিস্তানের পক্ষে ২ কোটি শিখ’, ভারতকে হুঁশিয়ারি খালিস্তানি নেতার জামায়াতের সাথে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হজসেবায় অত্যাধুনিক মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ চালু হচ্ছে সোমবার  নারীবিষয়ক সংস্কার কমিশন তসলিমা নাসরিনের দোসর : আমিরে মজলিস দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড টেক্সটাইল ইসলামি দলগুলোর নির্বাহী কমিটি গঠন প্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না : খেলাফত আন্দোলন ‘ইসলামি দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে সূচনা হয়েছে তা ধরে রাখতে হবে’ ‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’ হজের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সময়ের আলোর আয়োজনে গোলটেবিল

সৌদি দূতাবাস চালুর সিদ্ধান্তকে স্বাগত জানালো আফগানিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবের কাবুল দূতাবাস পুনরায় চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে এই প্রথমবার সৌদি আরব তাদের দূতাবাস কার্যক্রম পুনরায় শুরু করলো। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

রবিবার সৌদি দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্টে ঘোষণা দেয়, ভ্রাতৃপ্রতিম আফগান জনগণের সব সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার এই পদক্ষেপ নিয়েছে।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র জিয়া আহমদ তাকাল এক বিবৃতিতে বলেন, আমরা কাবুলে সৌদি আরবের দূতাবাস পুনরায় চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানাই। মন্ত্রণালয় তাদের সঙ্গে সব বিষয়ে সহযোগিতা করবে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তাকাল আরও বলেন, দূতাবাস চালুর ফলে দুই দেশের সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে বলে তারা আশাবাদী। এটি সৌদি আরবে বসবাসরত আফগান নাগরিকদের সমস্যাগুলোর সমাধান এবং তাদের দাবি পূরণে দ্রুত পদক্ষেপ নিতে সহায়ক হবে।

তালেবান সরকারকে এখনও কোনও দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে অনেক দেশ কাবুলে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ