বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


দুবাইতে মসজিদের সামনে নারী পোশাকে ভিক্ষা করার সময় আটক যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইতে মসজিদের সামনে নারী পোশাকে ভিক্ষা করার অভিযোগে আটক হয়েছেন এক যুবক। তিনি আবায়া ও নেকাব পরে ভিক্ষা করেন বলে অভিযোগ রয়েছে।

দুবাই পুলিশ প্রশাসন জানায়, নারী ছদ্মবেশে এক যুবক একটি বাসায় আসা যাওয়া করছে এমন খবর পাওয়ার পরই তাকে সেখান থেকে আটক করে তারা। লোকটি মনে করে, পুরুষদের তুলনায় মানুষ নারীদের অসহায় বলে মনে করে এবং বেশি ভিক্ষা দেয়। তাই তিনি এভাবে ছদ্মবেশে ভিক্ষা করছিলেন।

দুবাইতে ভিক্ষাবৃত্তি আইনত নিষিদ্ধ। কারণ ভিক্ষার নামে বেশিরভাগ মানুষই প্রতারণা করেন। তারা নানা ধরনের গল্প শোনান, যার সাথে বাস্তবতার কোনো মিল থাকে না।

এছাড়া প্রতি রমজানে অনেকেই সহানুভূতি পাওয়ার আশায় ভিক্ষাবৃত্তির মতো পেশাকে বেছে নেন। ফলে গত কয়েক সপ্তাহ ধরেই দুবাই পুলিশ নজরদারি বৃদ্ধি করেছে। এ ধরনের প্রতারক ভিক্ষুকদের কোনো ধরনের সহানুভূতি না দেখাতেও জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সেদেশের প্রশাসন।

হাআমা/


সম্পর্কিত খবর