শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “বাঁধন” এর আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়ব আহমেদ সিয়াম 

স্বেচ্ছায় রক্তদানকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্য নিয়ে ১৯৯৭ সাল থেকে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন “বাঁধন” কাজ করে আসছে৷ 

আজ বুধবার (২৩ এপ্রিল ২০২৫) বেলা ২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ড. ইউনূস ভবনে আনুষ্ঠানিক ভাবে পথচলা শুরু করলো বাঁধন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সৈয়ব আহমেদ সিয়ামকে আহবায়ক এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাকিব আহমেদকে সদস্য সচিব করে “বাঁধন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” পরিবার যাত্রা শুরু করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘বাঁধন স্বেচ্ছায় রক্তদাতাদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। বাঁধন-এর রক্তদাতাদের দ্বারা আমি উপকৃত হয়েছি। তাদের এই ঋণকে শোধ করতে আমার সামর্থ্য থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো।’

বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজির প্রফেসর মোহাম্মদ মনিরুল ইসলাম এবং বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোঃ শামীম গাজী। প্রফেসর মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাঁধনের প্রতিষ্ঠাকালীন সময়েই যুক্ত ছিলাম। আজ ২৮ বছর পরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাঁধনের অনুষ্ঠানে থাকতে পেরে গর্বিত অনুভব করছি।’

বাঁধন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের আহ্বায়ক সৈয়ব আহমেদ সিয়াম জানান, ‘স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন “বাঁধন” সারাদেশে এপর্যন্ত ১১ লক্ষাধিক ব্যাগ রক্তদান করেছে। ঢাবি, রাবি, জাবি, বুয়েট, বাকৃবি সহ সারাদেশে বাঁধনের কার্যক্রম রয়েছে। আলহামদুলিল্লাহ, আজ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এর যাত্রা শুরু হলো। আমরা রক্তদানে সচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা রাখবো, ইনশাআল্লাহ।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ