মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


লক্ষীপুরে আদ-দাওয়াহ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লক্ষীপুরে শীতার্তদের শীতবস্ত্র এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেছে আদ-দাওয়াহ ফাউন্ডেশন।

সোমবার (৩০ ডিসেম্বর) লক্ষীপুর সদরে শতাধিক পরিবারের এ বস্ত্র বিতরণ করে ফাউন্ডেশনটি। এসময় দাওয়াহ কার্যক্রমের অংশ হিসেবে ঈমান, আকিদা ও দ্বীন বিষয়ক মৌলিক আলোচনা করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ মহিউদ্দিন ফারুকী বলেন, ‘আমাদের সাধ্যানুযায়ী বিভিন্ন কঠিন সময়ে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছি। এক্ষেত্রে আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীরা এগিয়ে এলে আমরা ফাউন্ডেশনের সকল কার্যক্রমকে আরো ব্যাপক ও বেগবান করতে পারব ইনশাআল্লাহ।,

উল্লেখ্য, আদ-দাওয়াহ ফাউন্ডেশন একটি শিক্ষা, সেবা ও দাওয়াহ বিষয়ক সংগঠন। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি সামাজিকভাবে শিশু ও বয়স্কদের দ্বীন শিক্ষাদানের পাশাপাশি দেশের বিভিন্ন থানা ও জেলায় বন্যার্ত, শীতার্ত ও সাধারণ মানুষের মাঝে সেবা ও সাহায্য প্রদান কার্যক্রম চালিয়ে আসছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ