মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

‘গণতন্ত্রের মানসকন্যা’ দাবিদার শেখ হাসিনাই গণতন্ত্র হত্যা করেছেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের আলাদাতপুর এলাকায় কার্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মির্জা আশেক এলাহী।

সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নড়াইল জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।

জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস, গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক মাওলানা রেজাউল ইসলাম, ফরিদপুর জেলা আমির মাওলানা বদরুদ্দিন, নড়াইল জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক, নড়াইল জেলা বিএনপির সহসভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য ও নড়াইল জেলা সভাপতি শরীফ মুনীর হোসেন, নড়াইল জেলা পূজা উদযাপন পর্ষদের সাবেক সভাপতি অশোক কুন্ডু, রূপগঞ্জ জামে মসজিদের খতিব মাওলানা আইয়ূব আনসারী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কালচারাল বিভাগের সদস্য আবিদুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সদস্য এম মুনীর চৌধুরী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক রাফায়েতুল হক তমাল।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল বাশার, আইয়ুব হোসেন খান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, হেমায়েতুল হক হিমু, অধ্যাপক খিয়াম উদ্দিন, সদর উপজেলা আমির আব্দুল্লাহ আল আমিনসহ অনেকে।

জামায়াত নেতারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিদায় হয়েছে। এই অর্জন যেন দেশবিরোধী ষড়যন্ত্রের কারণে নসাৎ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। গণতন্ত্রের মানসকন্যা দাবিদার শেখ হাসিনা নিজেই গণতন্ত্র হত্যা করে জামায়াত-ছাত্রশিবিরসহ বিরোধী দল-মতাদর্শের ওপর অমানবিক নির্যাতন করেছে। জামায়াতে ইসলামীর নীতি-আদর্শের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণ আমরা কাজ করতে চাই। সব জঞ্জাল পরিষ্কার-পরিচ্ছন্ন করতে চাই।

নড়াইল শহরের আলাদাতপুর এলাকায় সড়কের পাশে অবস্থিত জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে দুটি তলা রয়েছে। এর মধ্যে আধুনিক মানের সেমিনার কক্ষ, জেলা আমির ও সেক্রেটারির অফিসকক্ষসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য দপ্তর রয়েছে এখানে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ