মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

নতুন বাংলাদেশে আর কোন বৈষম্য সহ্য করা হবে না: ভোলা পুলিশ সুপার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা

ভোলার বোরহানউদ্দিন থানার আয়োজনে সর্বসাধারণের মতামত, সমস্যা ও জনগণের নিরাপত্তা এবং জনগনের দ্বারপ্রান্তে পুলিশি সেবা পৌঁছে দিতে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ডিসেম্বর) বিকালে উপজেলার হাসান নগর ইউনিয়নের জনসাধারণের অংশগ্রহণে মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে ও ইন্সপেক্টর তদন্ত মো. রিপনের পরিচালনায় ইউনিয়ন জামাতে ইসলামির আমীর মাও. তৈয়ব হোসাইনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) বাবুল আক্তার।

 

আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন সমস্যা-সমাধান সম্পর্কে উন্মুক্ত মতামত তুলে ধরেন সুশীল সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নতুন বাংলাদেশে আর কোন বৈষম্য থাকবে না এবং আর কোন অন্যায় সহ্য করবো না। হাসান নগরে কোন মাদক, জুয়া, চাঁদাবাজ, দখলবাজ, ইভটিজার, কিশোরগ্যাং থাকবে না এবং সকল অপরাধ নিয়ন্ত্রণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ  হতে হবে। যেকোন অপরাধ দমনে ফাঁড়ি ইনচার্জ, থানা ইনচার্জ অথবা এসপি বরাবর অভিযোগ করার পরামর্শ দেন তিনি। এসময় তিনি তার ব্যক্তিগত ফোন নম্বরটি উন্মুক্ত করে দিয়ে যেকোনো অপরাধ সম্পর্কিত তথ্য গোপনে ধারণ করে (হোয়াটসঅ্যাপে) পাঠানোরও অনুরোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ খোকা চৌধুরী, শান্তু চৌধুরী, ইউনিয়ন বিএনপি সভাপতি বাবর চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান জসিমউদদীন চৌধুরী, টবগী যুবদলের আহ্বায়ক সোহরাব হোসেন, মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, হাসান নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আজম চৌধুরী, বিএনপি নেতা সায়েদ হাওলাদার, গোলাম মাওলা হাওলাদার, যুবদলের আহ্বায়ক আজাদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান সিকদার, স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক রিয়াদ সর্দার, সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহমান মাতব্বর, ছাত্রদল সভাপতি নাঈম চৌধুরী সম্পাদক রাসলে ভূঁইয়া, সাগর ভূঁইয়া প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ