বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আ.লীগ প্রার্থীর পক্ষে ভোট করা নেতা জেলা কৃষকদলের আহ্বায়ক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোর প্রতিনিধি

নাটোরে ছাত্রদল, যুবদল ও বিএনপির থানা পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন ও দফায় দফায় দলের জন্য কারাবরণ করা ত্যাগী নেতাকে বাদ দিয়ে গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের পক্ষে ভোট করা নেতাকে জেলা কৃষকদলের আহ্বায়ক করার অভিযোগ উঠেছে। দলের নেতাকর্মীরা এমন সিন্ধান্তে ক্ষোভ প্রকাশ করে এমন সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছেন। এদিকে কৃষকদলের আহ্বায়ক হওয়ার পর রোববার আওয়ামী লীগ নেতার জন্য তাদের সমাবেশে গিয়ে মাইকে বক্তব্য দিয়ে ভোট চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিপাকে পড়েছেন এই কৃষকদল নেতা।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন নাটোর জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন নাটোর সদরের হয়বতপুর এলাকার বাসিন্দা প্রধান শিক্ষক মফিজ উদ্দিন। এর আগে তিনি ছাত্রদল, যুবদল ও বিএনপির থানা পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। দুই দফায় নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ ছাত্র সংসদে নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে প্রো-ভিপিসহ অন্য পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। গত বুধবার জেলা কৃষক দলের সম্মেলনে হঠাৎ করে তাকে বাদ দিয়ে আওয়ামী লীগ আমলের পুরো সময় দলে নিষ্ক্রিয় থাকা ও নাটোর সদর উপজেলা পরিষদের গত নির্বাচনে প্রকাশ্যে চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের পক্ষে ভোট করা নেতা হাসান আলীকে জেলা কৃষক দলের আহবায়ক করা হয়েছে। দলের নেতাকর্মীরা অভিযোগ করছেন, অবৈধ সুযোগ-সুবিধার বিনিময়ের মাধ্যমেই তাকে এই পদ দেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানা কৃষক দলের সভাপতি আলা উদ্দিন বর্তমান জেলা কমিটিতে যাকে আহ্বায়ক করা হয়েছে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এটা দেখে আমরা মর্মাহত হয়েছি, ফলে দলীয় নেতাকর্মীদের মাঝেও অসন্তোষ তৈরি হয়েছে। আমরা আশা রাখি, দলীয় হাইকমান্ড বিষয়টি গুরুত্বসহ দেখে সিদ্ধান্ত নেবেন।

নাটোর জেলা কৃষক দলের সাবেক কমিটির যুগ্ম সম্পাদক রাজ বলেন, নতুন কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। আমরা মামলা-হামলার শিকার হয়েছি, অথচ আমাদের বাদ দিয়ে পদে বসানো হলো আওয়ামী লীগের দোসরকে। অবস্থা দেখে আমরা মনে করতেই পারি যে, টাকার বিনিময়ে এসব পদ-পদবী দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন ধরনের আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল এরকম কাউকে পদে না আনার কথা বললেও সেটা এখানে মানা হয়নি। এমন একজন ব্যক্তিকে জেলা কমিটির আহবায়ক বানালো, যার দলের জন্য কোন ত্যাগ নেই, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সবসময় চলাফেরা ছিল। তিনি অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ সাংবাদিকদের বলেন, যাকে কমিটির আহবায়ক করা হয়েছে তার ভাইরাল ভিডিওটি আমিও দেখেছি। সে বলছে যে, আঞ্চলিকতার খাতিরে সে সাবেক ছাত্রলীগ নেতার সেই সমাবেশে গিয়ে বক্তব্য দিয়ে ভোট চেয়েছে। তবে সে ওইখানে গিয়ে বলেছে, সে বিএনপি করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ