বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ববিতে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

মহান বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ‘পরিচ্ছন্নতা অঙ্গীকারে গড়ি টেকসই পরিবেশ,বিজয়ের চেতনায় গড়ি আমাদের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পরিচালিত হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রবিবার সকাল ১০টায় ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। এসময় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. জামাল উদ্দীনসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় আঙিনা পরিচ্ছন্ন রাখতে এ বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের  অংশগ্রহণে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপাচার্য বলেন, একটি পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ ক্যাম্পাস আমাদের সকলের কাম্য। বরিশাল বিশ্ববিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখতে আমাদের সকলকে সচেতন হতে হবে। ক্যাম্পাস আমাদের, এটা পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের।

উপাচার্য আরও বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে এবং আজকের এ অভিযান পরিচালনার জন্য বিভাগের পক্ষ থেকে ঝুড়িসহ যা ক্রয় করা হয়েছে- বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার মূল্য পরিশোধ করা হবে।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.  জামাল উদ্দীন বলেন, বিজয় দিবস বাংলাদেশের জন্য অত্যন্ত একটি আনন্দময় দিন, এই ধারনাটিকে আমাদের মধ্যে লালন করি সবসময়। সেই চিন্তা থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে বিজয় উদযাপনের পরিকল্পনা করেছি, যাতে এটা সকলের জন্য দিকনির্দেশনা হয়ে থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আমরা আমাদের টেকসই পরিবেশ গড়ব। একই সাথে সচেতনতামূলক ঔষধী গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি। ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভবিষ্যতেও আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ